জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলা টিভির খলনায়িকা এবার বলিউডের পর্দায়! ১০ কেজি ওজন কমিয়ে বলিউডে আত্মপ্রকাশ আয়েন্দ্রীর! শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী, দেখা যাবে কি বড় পর্দায়?

নতুন অধ্যায়ের সূচনা করলেন বাংলা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘আয়েন্দ্রী রায়’ (Ayendri Roy)। একের পর এক সফল টেলিভিশন প্রজেক্টে অভিনয়ের পর এবার নিজেকে সর্বভারতীয় মঞ্চে মেলে ধরার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী! বাংলা ধারাবাহিকে নানা ধরনের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন শক্তিশালী এক পরিচিতি। তবে নেতিবাচক চরিত্রের সবথেকে বেশি জনপ্রিয়তা তাঁর।

আর এবার সেই জনপ্রিয়তা টলিউড ছেড়ে পৌঁছে যাচ্ছে বলিউডের দোরগোড়ায়। আয়েন্দ্রী সম্প্রতি মুম্বই পাড়ি দিয়েছেন, এবং ইতিমধ্যেই একটি হিন্দি প্রজেক্টে কাজ শুরু করেছেন। তবে ঠিক কোন প্রজেক্টে কাজ করছেন, সে বিষয়ে এখনও মুখ খোলেননি তিনি। সমাজ মাধ্যমে তিনি এটুকু জানিয়েছেন, যে প্রত্যাশা নিয়ে এগোচ্ছিলেন, বাস্তবে তার থেকেও অনেক বড় কিছু অপেক্ষা করছে তার জন্য।

শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নতুন কাজ, নতুন চ্যালেঞ্জ—সবকিছু নিয়েই আপাতত দারুণ এক উত্তেজনা অভিনেত্রীর কণ্ঠে। আয়েন্দ্রীর অভিনয়ের কেরিয়ার ঘাঁটলে দেখা যায়, একাধিক জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তাঁর ঝুলিতে। ‘নিম ফুলের মধু’-তে তাকে দেখা গিয়েছিল ব্যতিক্রমী চরিত্রে, আর বর্তমানে ‘গীতা এলএলবি’-তেও দেখা যাচ্ছে। নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও দর্শক তাঁকে ভালবেসেছেন ইতিবাচক চরিত্রেও।

তবে বলিউডের কাজ একেবারেই অন্যরকম। তাই নিজেকে তৈরি করতে গিয়েই জোর দিয়েছেন শরীরচর্চায়। সম্প্রতি নিজের ওজন নিয়ে নানা কটাক্ষ সহ্য করতে হয়েছে তাকে। কিন্তু সেই ট্রোলিংয়ে কান না দিয়ে প্রায় ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন আয়েন্দ্রী। আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি। নিজের শরীর, নিজস্বতাকে সম্মান করেই এগিয়ে চলেছেন নিজস্ব গতিতে।

আরও পড়ুনঃ হাসির রাজা এখন আতঙ্কে! জনপ্রিয় কৌতুক শিল্পীর স্বপ্নের ক্যাফে লক্ষ্য করেই হামলা! রাতের অন্ধকারে ভেসে এল গুলির শব্দ! একের পর এক ফাঁকা রাউন্ড! এখন কি পরিস্থিতি অভিনেতার?

ওজন কমানোর সাফল্য ও বলিউডে সুযোগ—দুটো মিলে এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আয়েন্দ্রীর পেশাগত যাত্রা। টলিউডের পাশাপাশি এবার বলিউডেও জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। মুম্বইয়ে এই নতুন যাত্রা তার কেরিয়ারের মোড় ঘোরাতে পারে বলেই মনে করছেন অনুরাগীরা। নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে কতটা উজ্জ্বল হতে পারেন তিনি, সেটা সময়ই বলবে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।