জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“রবিবার আমার বাবার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল” — বাবার অসুস্থতায় সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়লেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী!

অভিনয়জগতে তিনি এক পরিচিত মুখ। পর্দায় যেমন সাবলীল, বাস্তব জীবনেও তেমনই আবেগপ্রবণ। আর সেই আবেগেরই প্রতিফলন দেখা গেল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়। আচমকাই লম্বা পোস্ট করে অনুরাগীদের কাছে কাতর আর্জি জানালেন জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। পোস্টের বিষয়বস্তু জানার পর থেকেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

সম্পূর্ণার পোস্টে উঠে এল চরম উদ্বেগের বার্তা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “রবিবার আমার বাবার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল।” পাশাপাশি জানান, তাঁর বাবার একটি ধমনীতে দুটি স্টেন্ট বসানো হয়েছে এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁর বাইপাস সার্জারি হওয়ার কথা। অভিনেত্রীর পোস্টে স্পষ্ট, বাবার অসুস্থতা নিয়ে গভীর উৎকণ্ঠায় রয়েছেন তিনি। সেই কারণেই এই মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এতটাই ব্যস্ত যে ফোন কিংবা মেসেজে উত্তর দিতে পারছেন না। তবে সকলের বোঝাপড়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

যদিও নিজের পোস্টে ‘বাবা’র নাম স্পষ্ট করে লেখেননি সম্পূর্ণা, কিন্তু তাঁর পরিচিত মহলের সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর বাবার নাম নীলাদ্রি লাহিড়ী। তিনিও অভিনয় জগতের সঙ্গে যুক্ত। হার্ট অ্যাটাকের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে। অভিনেত্রী অনুরোধ করেছেন, “দয়া করে তাকে আপনার প্রার্থনায় রাখুন।”

এই খবরে চিন্তায় পড়েছেন তাঁর সহকর্মী এবং অনুরাগীরা। অনেকেই ইনস্টাগ্রাম ও অন্যান্য মাধ্যমে বার্তা পাঠিয়ে অভিনেত্রীর বাবার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ লিখেছেন, “আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন”, কেউ আবার লিখেছেন, “আপনার বাবা আমাদের প্রার্থনায় থাকবেন।” সম্পূর্ণা যদিও আপাতত ব্যক্তিগত বিষয় নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে তাঁর পোস্টেই বোঝা যাচ্ছে মানসিকভাবে তিনি কতটা বিপর্যস্ত।

উল্লেখ্য, সম্পূর্ণা লাহিড়ী বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যেই টেলিভিশন দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। ‘তারে আমি চোখে দেখিনি’, ‘ব্যোমকেশ’, ‘রবি ঠাকুরের গল্প’, ‘মহানায়ক’, ‘নজর’, ‘বাংলা মিডিয়াম’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি, তিনি কাজ করেছেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মেও।

আরও পড়ুনঃ বাংলা টিভির খলনায়িকা এবার বলিউডের পর্দায়! ১০ কেজি ওজন কমিয়ে বলিউডে আত্মপ্রকাশ আয়েন্দ্রীর! শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী, দেখা যাবে কি বড় পর্দায়?

এই মুহূর্তে হাসপাতালের পরিবেশে বাবার পাশে ছায়ার মতো রয়েছেন সম্পূর্ণা। তিনি নিজেও জানিয়েছেন, বাবার চিকিৎসা সংক্রান্ত বিষয়েই এখন তাঁর সর্বাধিক মনোযোগ। তাই যোগাযোগে অনুপস্থিত থাকলেও, সকলের প্রার্থনা চাইছেন তিনি। তাঁর একান্ত অনুরোধ— “দয়া করে আমার বাবাকে আপনার প্রার্থনায় রাখুন।”

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।