জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘মমতা ভীষণ শক্তিশালী অভিনেত্রী!’, বিস্ফোরক মিঠুন চক্রবর্তী

টলিউড থেকে বলিউড সমানভাবে কাঁপিয়েছেন তিনি। তারপর রাজনীতির রঙ্গমঞ্চে এসে পা রাখলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি রীতিমতো চালিয়ে যাচ্ছেন কাজ। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে প্রজাপতি যেখানে দেবের বাবার চরিত্রে অভিনয় করবেন মিঠুন। সঙ্গে রয়েছেন কালজয়ী মৃগয়া সিনেমার অভিনেত্রী মমতা শঙ্কর।

এখন অবধি ৩৭০ টি সিনেমায় কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। তাই ইদানিং একটু বাছাই করে কাজ করছেন সিনেমায়। “বেস্টসেলার” বুঝিয়ে দিয়েছে সব ধরনের মাধ্যমেই বেশ স্বচ্ছন্দ এই ডিস্কো ড্যান্সার।

টলিউডের কী কী পরিবর্তন দেখলেন তিনি? এই দিজ্ঞজ অভিনেতা জানালেন তেমন পরিবর্তন হয়নি। তবে সিনেমার গল্প ক্রমশ পাল্টে যাচ্ছে। নিজের পরবর্তী সিনেমা প্রজাপতি সম্পর্কে কিছুটা আভাস দিলেন মিঠুন। দেবের চরিত্র একটু দুষ্টু প্রকৃতির। আর মিঠুন কঠোর অনুশাসনে রাখা একজন বাবা।

মৃগয়া’-র ছেচল্লিশ বছর পরে মমতা শঙ্করের সাথে আবারও মিঠুনকে দেখা যাবে এই সিনেমায়। ওই সিনেমাটি পেয়েছিল জাতীয় পুরস্কার। মমতা শঙ্কর প্রসঙ্গে তিনি তাঁকে নিজের খুবই ভালো বন্ধু বললেন। এমনকি তিনি মনে করেন মমতা খুব ভালো একজন অভিনেত্রী। মিঠুন মনে করেন, তারকার জন্ম দিতে গিলে বড় বাজেটের, বড় মাপের ফিল্ম দরকার নেই। পাশাপাশি চিনতে হবে প্রতিযোগীকে। শুধুমাত্র বাংলায় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করলে সেটা হবে না বলে দাবি করলেন মিঠুন।

বেশ কিছুটা সময়ে শারীরিক অসুস্থতার কারণে কাজ থেকে বিরতি নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আবার ফিরে এসেই রাজনীতির ময়দানে পা রেখেছেন। সম্প্রতি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। জানিয়েছেন বিজেপি এবার তাঁকে একটি বড় দায়িত্ব দিয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page