জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জামাইকান মেয়ের ঠোঁটে হাম্পি দিয়ে আফ্রিকার জামাই হয়ে গেল ইউভান সোনা! ‘রাজ শুভশ্রী বিদেশী বৌমা পেল, এবার হিরোইনটাও করিয়ে দাও’, মজা করছেন নেটিজেনরা

এক সপ্তাহ আগেই বিদেশে ঘুরতে গেছিলেন রাজ এবং শুভশ্রী। এবার পুরীতে রথযাত্রায় না গিয়ে বিদেশেই রথযাত্রা পালন করেছেন টলিউডের এক নম্বর দম্পতি। ভালোভাবেই আফ্রিকা ঘুরছেন রাজ-শুভশ্রী এবং তাদের ছোট্ট ছেলে ইউভান চক্রবর্তী।তারা কোথায় ঘুরতে গিয়েছিলেন সেটা অবশ্য স্পষ্ট হয়নি তবে কিছুক্ষণ আগেই রাজা এমন একটা ভিডিও পোস্ট করেছেন যেটা দেখে সকলে জেনে গেছেন যে তারা এখন আফ্রিকার জামাইকাতে রয়েছেন।

এই ভিডিও পোস্ট করতে নেটিজেনরা বলতে শুরু করেছেন যে রাজ-শুভশ্রী তো নিজেদের বৌমা পেয়ে গেল। অনেকে আবার বলছেন ছোট্ট ইউভান ভীষণ পাকা হয়েছে। কিন্তু এমন কি করেছে ইউভান যা দেখে দর্শকদের মনে হলো যে ইউভান পাকামি করেছে?

আসলে বাচ্চারা যা করে থাকে তাই করেছে সে। জামাইকাতে একটি রেস্টুরেন্টে একটি মিষ্টি ছোট্ট জামাইকান মেয়ের সঙ্গে দেখা হয়েছে ইউভানের। সেখানেই সে ওই বাচ্চাটিকে জড়িয়ে ধরেছে এবং মেয়েটির ঠোঁটে হাম্পি খেয়েছে। বাবা রাজ চক্রবর্তী মুহূর্তটিকে ধরে রেখেছেন ক্যামেরায়।

তাই দেখি সকলে বলছেন যে শুভশ্রী তো হবু বৌমা পেয়েই গেল। আসলে বাচ্চারা এরকম করেই থাকে।তাদের মন তো নিষ্পাপ তাই যেকোন শিশুকে দেখলে তারা নিজেদের বন্ধু মনে করে আর তাকে জড়িয়ে ধরতে যায়। এখানে ভাষা দেশ জাতি ধর্ম কিচ্ছু বাঁধ মানে না। সে ক্ষেত্রে ইউভানও ঠিক তাই করেছে যেটা অন্য একটি সাধারণ মানুষের(নন সেলিব্রিটি) শিশু থাকলেও করত।

Pabitra

                 

You cannot copy content of this page