Bangla Serial

বর্ষায় মন ফুরফুরে মিঠাইরানীর, বৃষ্টি মাথায় নিয়ে নাচলেন তিনি! ‘পুরো ময়ূর নাচছে যেন’, বেজায় খুশি দর্শকরা তবে মিঠাই ভক্তরা ঠান্ডা লাগারও ভয় পাচ্ছেন

অনেকেরই প্ৰিয় ঋতু বর্ষা। কারণ তখন বৃষ্টি আসে, আকাশে মেঘেরা খেলা করে। আমার আপনার মতোই, মিঠাইরানীর ও প্ৰিয় ঋতু বর্ষা। সে বৃষ্টিতে ভিজতেও ভালোবাসে। পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে গেছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে।

আমাদের আদরের মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু সম্প্রতি ইনস্টাগ্রাম রিলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে হলুদ শাড়ি, লাল ব্লাউজ পরে নাচতে দেখা যাচ্ছে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে মাথায় আর ‘তাল সে তাল মিলা’ গানে পা মেলাচ্ছেন।

তাঁর নাচের ভিডিও দেখে খুশি অনেকেই। তবে কিছুজন বলছেন, ভিজলে ঠান্ডা লেগে যাবে। এই ভিডিওটি করে দিয়েছেন অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়। প্রচুর মানুষ ভালোবেসেছেন ভিডিওটিকে।

বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিক নিয়ে বেশ উত্তেজিত মানুষজন। এসেছে নতুন চরিত্র অনুরাধা। মিঠাই ও সিডের খুনসুটিও কেড়েছে দর্শকদের মন।

Piya Chanda