জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

যমজ সন্তানের মা হলেন বিখ্যাত টেলি অভিনেত্রী! এতদিন অনুপস্থিত থাকার কারণ অবশেষে জানা গেল, খুব শীঘ্রই আবার ছোট পর্দায় ফিরছেন তিনি

একের পর এক বিচ্ছেদের খবরে মন খারাপ মানুষের। টলিপাড়ায় একের পর এক জনপ্রিয় জুটিদের বিচ্ছেদ ঘটছে। কিছুদিন আগেই বিচ্ছেদ ঘটলো রণজয় বিষ্ণু এবং সোহিনী সরকারের।মানুষের মধ্যে চাইছিল একটু ভালো খবর শুনতে আর এবার সেটাই শোনালেন একজন প্রিয় টেলি অভিনেত্রী।

বহুদিন হয়ে গেল পর্দায় দেখা যাচ্ছিল না তিনি অভিনেত্রী জুহি সেনগুপ্তকে। তাকে আমরা এর আগে খলনায়িকার চরিত্রে দেখেছি এবং শেষ তাকে দেখা গেছে জি বাংলার পান্ডব গোয়েন্দা ধারাবাহিকের একটি গল্পে। তারপর বহুদিন তার দেখা মিল ছিল না। তবে অবশেষে পাওয়া গেছে তার খোঁজ। এতদিন ব্যক্তিগত জীবন নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। আর এবার জীবনের নতুন একটা ধাপে প্রবেশ করেছেন তিনি।

সম্প্রতি মা হয়েছেন জুহি। গতকাল যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এক ছেলে এবং এক মেয়ে হয়েছে তার। গতকাল প্রকাশ্যে এসেছে তাদের মেটারনিটি ফটোশুটের ছবি আর সেখানেই তিনি ক্যাপশনে শেয়ার করেছেন এই খুশির খবর। সকলেই ভীষণ খুশি, জুহিকে সবাই উইশ করছেন।

জানা যাচ্ছে খুব শীঘ্রই ছেলে মেয়ে একটু বড় হলেই যদি আবার পর্দায় ফিরবেন। তাকে অনেকেই খুব মিস করেন। তবে এখন তার প্রধান প্রায়োরিটি হল তার ছেলে মেয়ে। তাদের সঙ্গেই এখন সময় কাটাবেন তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page