টেলিপাড়ায় বহুদিন ধরে দেখা যায় না তাকে। অথচ একসময় তার মুখ ছিল বাংলা ধারাবাহিকের অন্যতম পরিচিত চেহারা। কখনও সরল বধূ, কখনও সংগ্রামী নারী—ভিন্ন ভিন্ন চরিত্রে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। বলা হচ্ছে ‘প্রথম শাড়ির নায়িকা’ সন্দীপ্তা সেনের কথা। তবে এবার কী তিনি ফিরে আসছেন ছোট পর্দায়? তাও আবার বাংলা নয়, একেবারে হিন্দি ধারাবাহিকে?
সন্দীপ্তার কেরিয়ার শুরু হয়েছিল বাংলা টেলিভিশন দিয়ে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খুব অল্প সময়েই তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। বিশেষ করে ‘রানী রাসমণি’ ধারাবাহিকে সারদা মায়ের চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে বেশ কিছু বছর হল, তাকে আর বাংলা টিভিতে দেখা যায় না। পরিবর্তে তিনি মনোনিবেশ করেছেন ওয়েব সিরিজ ও ফিল্ম প্রজেক্টে। তবু ছোটপর্দায় তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন বহু অনুরাগী।
এবার সেই প্রত্যাশায় যেন হালকা আলো জ্বলে উঠেছে। সূত্রের খবর অনুযায়ী, সন্দীপ্তাকে আবার ধারাবাহিকে দেখা যাবে। তবে এবার চমক রয়েছে। বাংলা নয়, একেবারে হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন তিনি। নাম ঠিক না হলেও ধারাবাহিকটি তৈরি করছে স্বয়ং এসভিএফ (SVF)। একটি বড় বাজেটের প্রজেক্ট, যার জন্য আপাতত দেড়শো পর্বের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সিরিয়ালের দৈর্ঘ্য বাড়ানো হতে পারে বলেও জানা গিয়েছে।
এই নতুন ধারাবাহিকটির নায়ক চরিত্রে থাকছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অহম শর্মা। যিনি ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবার তিনি সন্দীপ্তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্টার প্লাসের একটি নতুন ধারাবাহিকে। একদিকে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ, অন্যদিকে হিন্দির পরিচিত অভিনেতা—দর্শকদের কাছে এই জুটি নিঃসন্দেহে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।
আরও পড়ুনঃ “ফেরার রাস্তা বন্ধ, রাজনীতি থেকে শত হাত দূরে আমি!”— সাফ জানালেন কাঞ্চনা মৈত্র! ২১ জুলাইয়ে ছিলেন না, তবু আলোচনায় অভিনেত্রী! অভিনয়েই স্বপ্নপূরণের লড়াই, রাজনীতি থেকে মুখ ফেরালেন কাঞ্চনা!
বাংলা টেলিভিশনের অনেক অভিনেত্রীই এর আগে হিন্দি ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছেন সন্দীপ্তা সেন। দীর্ঘ বিরতির পর তার কামব্যাক নিয়ে যেমন আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে, তেমনই এই নতুন প্রজেক্ট নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে জল্পনার আবহ। তবে স্টার প্লাসের পর্দায় কবে দেখা যাবে এই নতুন ধারাবাহিক, তা এখনও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।