জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফেরার অপেক্ষার অবসান! নতুন চ্যানেলের রূপকথার জগতের গল্প নিয়ে ইন্দ্রাণীর কামব্যাক!

টেলিভিশনের দর্শকদের জন্য আবারও এক রূপকথার জগতে পা রাখার সময় এসেছে। চেনা মুখ, নতুন চ্যানেল আর অনন্য ধারার গল্প নিয়ে আসছে একেবারে নতুন ধারাবাহিক। গল্পে থাকছে অতিপ্রাকৃতের ছোঁয়া, নায়ক-নায়িকার জাদুকরী প্রেম আর পুরনো দিনের সিনেমার ঘ্রাণ। তবে এখানেই শেষ নয়, এক নয় একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিক।

জি বাংলা সিনেমার নতুন রূপ ‘জি বাংলা সোনার’-এর পর্দায় সম্প্রচারিত হতে চলেছে এই রূপকথাভিত্তিক ধারাবাহিক। এই নতুন চ্যানেল ইতিমধ্যেই টেলিভিশন প্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারণ, এখানেই ফিরছেন বহু প্রতীক্ষিত দুই চেনা মুখ—ইন্দ্রাণী পাল এবং সিদ্ধার্থ সেন। প্রথমবারের জন্য পর্দায় জুটি বাঁধছেন এই দুই তারকা। দর্শক যাঁদের একজনকে শেষ দেখেছেন ‘নবাব নন্দিনী’-তে, অপরজনকে দেখেছেন ‘দেবী বরণ’-এ। এবার তাঁরা একসঙ্গে, এক নতুন রূপকথার দুনিয়ায়।

নতুন ধারাবাহিকটির নাম এখনও চূড়ান্ত না হলেও জানা গিয়েছে, এটি মূলত ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সিনেমার আদলে তৈরি। অতিপ্রাকৃত এবং রোমান্স মিলিয়ে রচিত হচ্ছে গল্প। প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। ইতিমধ্যেই প্রোমো শুটিংও সম্পন্ন হয়েছে এবং গুঞ্জন, শ্যুটিং হবে টেকনিশিয়ান্স স্টুডিওতে। দর্শক ইন্দ্রাণী-সিদ্ধার্থ জুটিকে কেমনভাবে গ্রহণ করেন, সেটাই এখন বড় প্রশ্ন।

এই চ্যানেলে শুধু একটাই নয়, আরও একাধিক নতুন ধারাবাহিকের প্রস্তুতি চলছে। তার মধ্যে অন্যতম ‘শ্রীমান ভগবান দাস’, যার গল্প জনপ্রিয় হিন্দি ছবি ‘ও মাই গড’-এর অনুপ্রেরণায়। মুখ্য ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসু, ইন্দ্রাশিস রায় ও মিমি দত্তকে। একঝাঁক পরিচিত মুখ ও জনপ্রিয় সিনেমার আদলেই তৈরি হচ্ছে চ্যানেলের কনটেন্ট—এই ট্রেন্ড ইতিমধ্যেই নজর কেড়েছে।

অন্যদিকে জি বাংলা চ্যানেলেও শুরু হতে চলেছে এক নতুন ধারাবাহিক। প্রযোজনায় অর্গানিক স্টুডিও। মুখ্য চরিত্রে থাকছেন দুটি নতুন জুটি—সোমরাজ মাইতি ও নন্দিনী দত্ত, মৈনাক ঢোল ও সাইনা চট্টোপাধ্যায়। এক ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে গড়ে উঠছে এই ধারাবাহিকের প্লট। প্রোমো শুটিং ইতিমধ্যেই হয়েছে বোলপুরে। খুব শিগগিরই তা সম্প্রচারিত হবে পর্দায়।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।