জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অনুপস্থিতি ঘিরে জল্পনার অবসান, মুখ খুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা! পর্দা থেকে আচমকা উধাও, সবকিছু ছেড়ে দূরে সরে গিয়েছিলেন! ফিরে এসে যা বললেন, শুনে ভক্তদের চোখে জল! কি জানালেন অভিনেত্রী?

অভিনয় জীবনের শুরুতেই বেশ কয়েকটা ধারাবাহিকের অভিনয় করেছিলেন ‘সৌমিতৃষা কুণ্ডু’ (Soumitrisha Kundu)। তবে দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন ‘মিঠাই’ (Mithai) চরিত্র দিয়ে। তাঁর নিষ্পাপ হাসি, প্রাণবন্ত উপস্থিতি আর নিখুঁত অভিনয় দ্রুত জনপ্রিয় করে তোলে তাঁকে। মিঠাইয়ের সাফল্যের পর বড়পর্দায় দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যায় তাঁকে, এরপর পা রাখেন ওটিটিতেও। এমন সময় ছিল যখন সৌমিতৃষার আপডেট ছাড়া ধারাবাহিকপ্রেমীদের দিন যেন সম্পূর্ণ হত না! সেই জনপ্রিয় মুখ হঠাৎ করেই যেন সবকিছু থেকে অদৃশ্য হয়ে যান।

শুধু পর্দা নয়, দীর্ঘদিন ধরে সমাজ মাধ্যমেও নিষ্ক্রিয় ছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইলে কোনও নতুন ছবি বা রিল আপলোড হচ্ছিল না, এমনকী ফ্যানদের অনুরোধেও মেলে না কোনও সাড়া। তাঁকে কোথাও অনুষ্ঠানে দেখা যাচ্ছিল না, ছবি প্রিমিয়ারেও অনুপস্থিত। একসময় যিনি অত্যন্ত ব্যক্তিগত মুহূর্তও ভক্তদের সঙ্গে শেয়ার করতেন, তিনিই হঠাৎ কেন নিঃশব্দে নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছেন? —এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে, সমস্ত নীরবতার জবাব মিলল অবশেষে।

২১ তারিখ শহিদ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ অনুষ্ঠানে দেখা যায় সৌমিতৃষাকে। সেই মঞ্চেই দীর্ঘ সময় পর সকলের সামনে এলেন তিনি। চোখে-মুখে ক্লান্তি, তবুও পরিচিত হাসিটা ঠিক আগের মতোই। পরে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লেখেন, “যারা স্বপ্ন দেখে তারা কখনও সেটা বন্ধ করে না, আমি এখন ধীরে ধীরে সেরে উঠছি।” কয়েকটি শব্দেই যেন বুঝিয়ে দিলেন—মাঠ ছেড়ে পালিয়ে যাননি, শুধু একটু বিরতির প্রয়োজন ছিল।

যদিও অভিনেত্রী নিজে তাঁর অসুস্থতার কথা বিস্তারিতভাবে লেখেননি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের বাইরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মূলত বছরের শুরুতেই জানা গেছিল, কিডনির সমস্যায় ভুগছেন তিনি। এদিন মঞ্চে তাঁর উপস্থিতি দেখেই দর্শক বুঝে যান—সত্যিই কোনও না কোনও কঠিন সময় পার করছেন তিনি। তা সত্ত্বেও, এতদিন বাদে আবার প্রকাশ্যে আসা, সেই পুরনো সৌমিতৃষাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা প্রশংসনীয়।

তাঁর এই মানসিক দৃঢ়তাকেই অনুরাগীরা সাধুবাদ জানিয়েছে। সৌমিতৃষা কুণ্ডু যেন প্রমাণ করতে চাইলেন, সাফল্যের শিখরে থেকেও একজন শিল্পী যদি নিজের বাস্তবতা, শারীরিক ও মানসিক সীমাবদ্ধতাকে গ্রহণ করতে জানেন, তাহলে তাঁকে কোনও অনুপস্থিতি মুছে দিতে পারে না। ভক্তদের জন্য সুসংবাদ এই যে, তিনি আগের থেকে সুস্থ হয়ে উঠছেন এবং সম্ভবত খুব শিগগিরই আবার দেখা যাবে তাঁকে চেনা জগতে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page