জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপু অফিসে সবার সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে উঠে করে লেগেছে। সে এখন একমাত্র কাজের মন দিতে চায়, অন্য আর কিছুতে নয়। আর্য অফিসের পৌঁছানোর আগেই, এক কর্মচারীকে নিয়ে অপর্ণা কিছু কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় অফিস থেকে।
এদিকে অপুর মা আর রুম্পা মিলে অপুর প্রমোশনের উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করতে থাকে। দোকান থেকে বিভিন্ন রকম খাবার জিনিস, ঘোর সাজানোর জিনিস কিনতে থাকেন অপুর মা, তার সঞ্চিত অর্থ দিয়ে। অন্যদিকে আর্য অফিস পৌছাতেই সেখানে অর্ক ও মানসীকে দেখতে পায়। অর্ক জানায়, তার একটা জরুরী ফাইল অফিস থেকে গেছে তাই সে নিতে এসেছে।

অফিসে ঢুকেই অপর্ণার খোঁজ করতে, আর্য জানতে পারে কাজের সূত্রে বাইরে গেছে সে। আর্যর মনে ভুল ধারণা হয়, তার সঙ্গে মুখোমুখি হওয়ার ভয়ে অপর্না বেরিয়ে গেছে। এদিকে মীরার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান শেষ হতেই সবাই ফিরে যায়, শুধুমাএ কিঙ্কর ছাড়া। মীরাকে সান্তনা দিতে থাকে কিঙ্কর, অফিসে ফিরে আসার অনুরোধ করে মীরাকে। রাতে অপর্ণা বাড়ি ফেরার পথে আর্য ফোন করলে, অপু উদাসীন উত্তর দিয়ে কেটে দেয়।
আর্য ঠিক করে অপর্ণার মনের মধ্যে কি চলছে, সেটা খুঁজে বের করবে। হঠাৎ অফিসে অপুর মা-বাবা হাজির হয়, হাতে একটা কুলো এবং তাতে কিছু খাবার জিনিস নিয়ে। আর্যদের নিমন্ত্রণ করেন অপুর মা, বাড়িতে অপুর প্রমোশন উপলক্ষে একটা পার্টি আয়োজন করেছেন বলে। মানসী মনে মনে ফন্দি করে, অপুর বাড়িতে গিয়ে আর্যকে দিয়ে মনের কথা বলাবে। কত তাড়াতাড়ি আর্য-অপর্ণার বিয়ে হয়, মানসী সেটাই চেষ্টা করছে নিজের স্বার্থে।
আরও পড়ুনঃ অনুপস্থিতি ঘিরে জল্পনার অবসান, মুখ খুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা! পর্দা থেকে আচমকা উধাও, সবকিছু ছেড়ে দূরে সরে গিয়েছিলেন! ফিরে এসে যা বললেন, শুনে ভক্তদের চোখে জল! কি জানালেন অভিনেত্রী?
অপু এদিকে বাড়ি ফিরেই এত আয়োজন দেখে অবাক হয়ে যায়। বুঝতে পারে না যে কি কারণে এতকিছু হচ্ছে। তারপর অপুর মা সবটা খুলে বলতেই অপু রেগে যায়। অপুর মা কষ্ট পায়, এমন আচরণে। এরপর অপুর মনখারাপ এক মুহূর্তেই ঠিক করে দেয় পাড়ার সবাই মিলে। আর্যরা সবাই উপহার নিয়ে অপুর বাড়িতে হাজির হয়। আর্যকে দেখে অপু অবাক হয়ে তাকিয়ে থাকে।