জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ে নাকি ছেলেখেলা! সহ অভিনেতার সঙ্গে পরকীয়া! বিয়ের চার মাসেই সংসার ভাঙছে সিরিয়ালের অভিনেত্রীর

কথায় বলে, বিয়ে নাকি সাত জন্মের বন্ধন। কিন্তু, আজকালকার এই কথার প্রভাব তেমন আর দেখা যায় না বললেই চলে। টলিউড থেকে বলিউড (Bollywood) কিংবা ছোটো পর্দা থেকে বড়ো পর্দা, সব জায়গাতেই ইদানিং বিবাহ বিচ্ছেদ যেনো সাধারণ ব্যাপার হয়ে উঠেছে।

বর্তমানে শোনা যাচ্ছে, এবার বিয়ে ভাঙতে চলেছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীর। বিনোদন জগতের অত্যন্ত পরিচিত অভিনেত্রীর নাম অদিতি শর্মা। সম্প্রতি অভিনেত্রী স্বামী তাঁর বিরুদ্ধে এনেছে পরকীয়ার অভিযোগ। প্রসঙ্গত, অভিনেত্রী বলিউডের কালার্সের একটি সিরিয়ালে অভিনয় করছেন।

aditi sharma

কিছুদিন আগে সংবাদমাধ্যমে অদিতির স্বামী অভিনীত কৌশিক বলেন, গত বছর নভেম্বরে চুপিসারে বিয়ের সারেন এই জুটি। এর আগে তাঁরা লিভ ইন সম্পর্কে দীর্যদিন ছিলেন। যদিও গোপনে বিয়ে করার বিষয়টি অদিতিই সকলের কাছ থেকে আড়াল রাখতে বলেছিল কৌশিককে।

aditi sharma husband

অভিনীত জানান, “১২ নভেম্বর আমাদের বিয়ে হয়। গুরুগ্রামের এক পাঁচ কামরার ফ্ল্যাটে বিয়ের আসর বসে। গত চার বছর ধরেই আমরা একসঙ্গে থাকছিলাম”। এর সঙ্গে তিনি আরও বলেন, “ওর শর্ত ছিল বাইরের কেউ যেন এই বিয়ে সম্পর্ক জানতে না পারে”।

কৌশিকের দাবী, আলাদা হতে চাইছেন অদিতি। এমনকি, তিনি কৌশিকের থেকে ২৫ লাখ টাকা দাবিও করেছেন। অদিতির পরিবারের পক্ষ থেকে নাকি তাঁকে মারধর করার অভিযোগও ওঠে। তবে, এই বিষয় কোনো মন্তব্য করেননি অদিতি শর্মা।

aditi sharma co star samarthya gupta
Piya Chanda