জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এখানে কাজ পাই না, কেউ ডাকেও না, প্রভাত তুমি অন্তত একটা কাজ দাও!” – অভিমানী কিংবদন্তি অভিনেতা ‘ভিক্টর ব্যানার্জি’

ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেতা ‘ভিক্টর ব্যানার্জি’ (Victor Banerjee) , যিনি বাংলা, হিন্দি এবং ইংরেজি চলচ্চিত্র জগতে সমান স্বীকৃত। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর অসমের (Assam) তেজপুরে জন্মগ্রহণ করা ভিক্টর পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মঞ্চ থেকে শুরু করে চলচ্চিত্র—প্রতিটি মাধ্যমেই তাঁর অভিনয়ের মুন্সিয়ানা দর্শকদের মুগ্ধ করেছে। তিনি একমাত্র ভারতীয় অভিনেতা যিনি অস্কার (Oscar), গোল্ডেন গ্লোব (Golden globe) এবং বাফটা (BFTA) মনোনীত চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ভিক্টর ব্যানার্জির কর্মজীবন শুধু ভারতীয় সিনেমাতেই সীমাবদ্ধ থাকেনি। ব্রিটিশ পরিচালক ডেভিড লিনের ‘A Passage to India’ (১৯৮৪) ছবিতে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এছাড়া সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ‘Ghore Baire’ (১৯৮৪), এবং মৃণাল সেনের ‘মহাপৃথিবী’ Mahaprithibi (১৯৯১)-তে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত। তিনি হিন্দি সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে ‘Joggers’ Park’ (2003) উল্লেখযোগ্য।

image 34

সম্প্রতি তিনি সিনেমার কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন, কিন্তু ভালো চিত্রনাট্য পেলে তিনি এখনও অভিনয় করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “অভিনয় আমার প্যাশন, কিন্তু একইসঙ্গে আমি চাই, আমার কাজ যেন দর্শকদের কিছু না কিছু শেখায়। তবে এখন আর কাজ পাইনা, কেউ ডাকেও না।” ওনাকে জনপ্রিয় ছবি ‘লাঠি’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “লাঠি ২ যদি সত্যিই তৈরি হয় তাহলে আমি অবশ্যই থাকছি সেখানে”।

তবে সিনেমার বাইরেও তিনি একজন সক্রিয় সমাজকর্মী এবং সাহিত্যপ্রেমী। ভিক্টর ব্যানার্জি দার্জিলিংয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং পাহাড়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নেন। তিনি পর্যটন এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি, নাটক ও সাহিত্যচর্চায়ও তাঁর গভীর আগ্রহ রয়েছে।

ভিক্টর ব্যানার্জি শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি এক জীবন্ত কিংবদন্তি। তাঁর অভিনয়শৈলী, ব্যক্তিত্ব এবং সমাজসেবামূলক কাজ আজও তাঁকে বাংলার গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রেখেছে। নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য তিনি এক অনুপ্রেরণা, যিনি প্রমাণ করেছেন যে প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বদরবারেও নিজের পরিচিতি তৈরি করা সম্ভব।

Piya Chanda