আজকালকার দিনে প্রতিযোগিতার দুনিয়ায় সবাই ব্যস্ত ইঁদুর দৌড়ে। কে কতক্ষণে কাকে ছাপিয়ে এগিয়ে যেতে পারে এই নিয়ে চলে মানুষের দিনরাত ভাবনা চিন্তা। আর সবকিছুর মাঝে নিজেকে লড়াইয়ের মাঠে টিকিয়ে না রাখতে পারলেই পিছিয়ে পড়বে সকলের থেকে কিংবা সবকিছু থেকে বাদ পড়ে যাওয়ারও সম্ভবনা থাকতে পারে।
এই ধরনের ব্যাপার কিছুটা হলেও পরিলক্ষিত করা যায় বিনোদন জগতে। এই দুনিয়ায় এমন অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখা গেছে প্রাথমিক জীবনে মুখ্য ভূমিকায় অভিনয় যাত্রা শুরু করলেও পরবর্তীতে ঠাঁই হয়েছে পার্শ্ব চরিত্রে। বর্তমানে এই ধরনের ঘটনা ঘুরতে দেখা গেছে জনপ্রিয় টলি অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর সঙ্গে।

অভিনেত্রী নায়িকা হিসেবে অভিনয় জগতে পা রাখলেও এখন কেবল খল চরিত্র কিংবা সাইড রোলে কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে, পর্দায় কেন আর তাঁকে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে না? এই বিষয় মুখ খুললেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ বিয়ে নাকি ছেলেখেলা! সহ অভিনেতার সঙ্গে পরকীয়া! বিয়ের চার মাসেই সংসার ভাঙছে সিরিয়ালের অভিনেত্রীর
শিঞ্জিনী জানান, “আমি প্রতিদিন ঘুম থেকে রোজ উঠে কাজে আসতে পারছি, দুবেলা খেতে পারছি। ভালো জায়গায় কাজ করতে পারছি এর চেয়ে আর বেশি কিছু কি চাওয়া থাকতে পারে? কাজ করতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এছাড়া আমি অনেক রকম চরিত্রে কাজ করতে পছন্দ করি। সেটার জন্য নির্বাচিত হতে পারছি এটাই অনেক। আমার এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই”।
প্রসঙ্গত, অভিনেত্রীকে এখন স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। শিঞ্জিনীকে ছোটো পর্দায় প্রথম দেখা যায় নীল ভট্টাচার্যের বিপরীতে ‘উমা’ ধারাবাহিকে। অভিনেত্রীর মতে, কেবল নায়িকা হলেই হয় না, ভিন্ন চরিত্রের জন্য নিজেকে তৈরী করে নিতে হয়ে।