৩ দিনেই ২০২ কোটি! রণবীর কাপুরের (Ranbir Kapoor) অ্যানিম্যাল (Animal) রীতিমত ঝড় তুলেছে বক্সঅফিসে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandip Reddy Vangar) এই ছবি নিয়ে যেমন প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা, অন্যদিকে সমালোচনার ঝড়ও উঠেছে নেটপাড়ায়। কিন্তু রণবীরের অভিনয় এবং সন্দীপের অসাধারণ লেখনীর দক্ষতা প্রশংসা কুড়িয়েছে সব মহলে।।
পরিচালক রামগোপাল ভর্মাও এই সিনেমা নিয়ে একটা লম্বা চওড়া রিভিউ দিয়েছেন সামাজিক মাধ্যমে। অ্যানিম্যাল নিয়ে একাধিক ইতিবাচক রিভিউ পড়েই তাঁর ছবিটি দেখার সিদ্ধান্ত। তারপর দেখে যা বুঝলেন এ ছবির রিভিউ না লিখলেই নয়।
পরিচালক লিখেছেন,’অ্যানিম্যালের বক্স অফিসে দৌড় শেষ হওয়ার পরে অনেকেই এই সিনেমার কনন্টেন্ট এবং রণবীরের চরিত্র নিয়ে সমালোচনা করবে। আমি মনে করি সন্দীপের লেখনী সাংস্কৃতিক প্রভাবও তৈরি করতে পারে। কারণ সে যেভাবে নৈতিক ভণ্ডামির জামাকাপড় ছিঁড়ে দিয়েছেন এই সিনেমা দিয়ে। অ্যানিম্যাল শুধুমাত্র একটি সিনেমা নয় .. এটি একটি সামাজিক বিবৃতি।’
ছবির একটি বিশেষ দৃশ্য দেখে পরিচালক লিখছেন, ‘আমার প্রিয় মুহূর্তগুলির মধ্যে একটি হল যখন দর্শকদের মধ্যে আমি-সহ সকলের প্রত্যাশার বিপরীতে গিয়ে ফিরে আসে রণবীর। অনেকেই ভেবেছিল বেসবল ব্যাট বা অন্য কিছু নিয়ে সে ফিরে আসবে। কিন্তু আমাদের সকলকে চেয়ার থেকে পড়ে যেতে বাধ্য করে ওর হাতের মেশিনগান। এই দৃশ্যটি একটি সিনেম্যাটিক জুয়েল।’
পরিচালক তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখক সন্দীপ রেড্ডি ভাঙ্গার উদ্দেশ্যে পরিচালক লিখেছেন, ‘তোমার পায়ের একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। আমি যাতে তা ছুঁতে পারি। …রণবীর কাপুরের শেষ ডায়লগ থেকে জাম্প কাট করে এনড টাইটেলে আসা, যেখানে ক্যামেরা জুম ইন করে দেখাচ্ছে শক্তি কাপুরের কোলে শুয়ে রণবীর বাচ্চাদের মতো কাঁদছে, অসাধারণ। আমি আপনার দুই জুতো চাটতে চাই।’