জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Best Serial: শুরু হয়ে গিয়েছে ভোট! মিষ্টি নিয়ে মিঠাই, মাটির পুতুল নিয়ে খেলনা বাড়ি নাকি বক্সিং নিয়ে ফুলকি- সেরা সিরিয়াল কোনটি?

টিআরপি নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই একটি ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন ধারাবাহিক। এরফলে নয়তো ধারাবাহিক স্লট হারায় বা বন্ধও হয়ে যেতে পারে। সুতরাং বর্তমানে কম্পিটিশনটা অনেক বেড়েছে। তাই ধারাবাহিকগুলোকে বিশেষভাবে নজর রাখতেই হবে টিআরপির উপর।

বর্তমানে বেশকিছু ধারাবাহিক ইতির খাতায় নাম লিখিয়েছে। আবার নতুন কিছু ধারাবাহিক এন্ট্রিও নিয়েছে। স্টার জলসা ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা। জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। একই স্লটে দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক।

বোঝাই যাচ্ছে, একটার দর্শক কেড়ে নেবে আরেকটা। তবে নতুন আসা ধারাবাহিকগুলোর উপর নির্ভর করছে পুরোনো ধারাবাহিকের টিআরপিও। ১২ই জুন থেকে শুরু হয়েছে জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিক ও স্টার জলসার ‘সন্ধ্যাতারা’। তবে এখানেই শেষ নয়, আসছে আরও অনেকগুলি ধারাবাহিক চ্যানেলকে রক্ষা করতে যেন হাঁকডাক করে আসছে তারা। সম্প্রতি শেষ হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’।

বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় তিন বছর ছুঁতে চলেছিল সেই মেগা। একপ্রকার জি বাংলার নাম ধরে রেখেছিল এই মেগা। ইতিমধ্যে স্টার জলসায় আরও একটি নতুন ধারাবাহিক শুরু হয়ে গিয়েছে। যার নাম ‘তুঁতে’। তবে জি বাংলায় ফুলকি’র পর আসছে আরও চারটি প্রোডাকশনের ধারাবাহিক। ১, অরগানিক স্টুডিও, ২, ক্রিস্টাল ড্রিমস ৩, টেন্ট সিনেমা ৪, জি বাংলা প্রোডাকশন। তবে এতদিনের জি বাংলার ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিক দর্শকদের বেশি মন কেড়েছে। এবার তা নিয়েই শুরু হল ভোট।

মিষ্টি নিয়ে মিঠাই, মৃৎশিল্প নিয়ে খেলনা বাড়ি, সিআইডি নিয়ে জ্যাস, সাংসারিক কাহিনী নিয়ে নিম ফুলের মধু, পরকীয়া নিয়ে সোহাগ জল, গান নিয়ে মনের কথা, দুই বোনের কাহিনী নিয়ে ইচ্ছে পুতুল, ভাড়ামো নিয়ে মুকুট, ভালোবাসা নিয়ে মন দিতে চাই, কূটকাচালি নিয়ে রাঙা বউ, দেব দেবীর কাল্পনিক কাহিনী নিয়ে গৌরী এলো, শ্রী কৃষ্ণের বাল্যকালের কাহিনী নিয়ে শ্রী কৃষ্ণ লীলা। আপনি এবার আপনার পছন্দের ধারাবাহিকে বেছে নিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এই ভোট, যা একজন নেটিজেন পোস্ট করেছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page