জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফুলকি শেষ হতে না হতেই বড় পর্দায় একাধিক কাজের অফার দিব্যানীর! তবে কি আর কখনই ছোটপর্দায় ফিরবেন না অভিনেত্রী?

‘ফুলকি’-র শুটিং শেষ হয়েছে মাত্র দু’দিন, আর তার মধ্যেই নতুন দিগন্ত খুলে গিয়েছে অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের সামনে। দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয় করে দর্শকের মন জয় করার পর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি এম্পারর ভার্সেস শরৎচন্দ্র-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিব্যাণীকে, যা তাঁর জন্য একদম নতুন অভিজ্ঞতা এবং বড় সুযোগ।

ধারাবাহিক শেষ হওয়ার পর আপাতত ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। দীর্ঘ শুটিং শিডিউলের পর নিজের জন্য কিছুটা সময় রেখেছেন তিনি। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, আর একই সঙ্গে প্রথম ছবির প্রস্তুতিতেও মন দিচ্ছেন। বড়পর্দার শুটিং শুরু হওয়ার আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করে নিচ্ছেন দিব্যাণী।

ইন্ডাস্ট্রির অলিন্দে ততদিনে শুরু হয়েছে গুঞ্জন—এত বড় বড় ছবির কাজ হাতে পাওয়ার পর কি তবে ছোটপর্দায় আর দেখা যাবে না দিব্যাণীকে? দর্শকও জানতে উৎসুক, তাদের প্রিয় ‘ফুলকি’ কি এবার পর্দা বদল করে চিরদিনের জন্য? এই প্রশ্ন ঘিরেই আলোচনা তুঙ্গে।

তবে দিব্যাণী নিজেই পরিষ্কার জানিয়ে দিলেন, ছোটপর্দা তিনি একেবারেই ছাড়ছেন না। তাঁর কথায়, যাঁরা মনে করছেন যে তিনি আর ধারাবাহিকে ফিরবেন না, তা ভুল ধারণা। তিনি জানালেন, বর্তমানে সৃজিতের ছবির কাজ এবং আরও কিছু নতুন ধরনের প্রোজেক্ট নিয়ে ব্যস্ত থাকবেন। তাই এখনই ছোটপর্দায় ফেরা কঠিন। তবে ফিরে আসবেন নিশ্চিতভাবেই, হয়তো আগামী বছরের শেষে নতুন কোনও চরিত্রে।

কলকাতার মেয়ে নন দিব্যাণী; যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেই তাঁর অভিনয়জীবনের পথ খুলে যায়। স্বপ্ন দেখতে জানেন, আর পরিশ্রম করতে জানেন—এই মিশ্রণে আগামী দিনে তাঁকে সম্পূর্ণ নতুন রূপে দেখার অপেক্ষায় আজ তাঁর দর্শক ও অনুরাগীরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page