জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দেব পাগলি! ‘খাদান’ দেখতে গিয়ে দেবের জন্য এই কান্ড ঘটিয়ে বসলেন এক ভক্ত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বর্তমানে রাজ্যে চলছে ‘খাদান’ ঝড়। এই ঝড়ে অন্যান্য সিনেমাগুলো (Cinema) একটু ছিটকে পড়লেও ‘খাদান’কে নিয়ে দিনে দিনে দর্শকদের মধ্যে উদ্যামতা বাড়ছে। শীতকালে ছুটির মরশুমে গত ২০শে ডিসেম্বর রিলিজ করেছে এই সিনেমা। প্রযোজকের মতে, বক্স অফিস কালেকশনের দৌড়ে সুজিতের ‘খাদান’ থাকবে এগিয়ে। দেবের (Dev) অ্যাকশনের জন্য দর্শকেরা হলমুখী হলেও অভিনেতার কথায়, তিনি এই সিনেমাতে যে চরিত্রটা করেছেন তাতে অভিনয় না করলেও হত কিন্তু যীশু ছাড়া এই ছবি করা সম্ভব ছিল না।

এই সিনেমা নিয়ে চারিদিকে চলছে দেব ভক্তদের উন্মাদনা। এমনই এক দৃশ্য ধরা পরল মোবাইল ক্যামেরায়, যা কিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, জলপাইগুড়িতে এসভিএফের এক সিনেমা হলে যান্ত্রিক গোলযোগের কারণে সিনেমার সেই শো বন্ধ করে দেখ কর্তৃপক্ষ। আর সেই কারণেই এক ভক্ত হলের মধ্যেই করতে শুরু করে ঝামেলা।

দেব প্রেমী সেই মহিলার কথায়, দেবের সিনেমার না দেখে তিনি বাড়ি ফিরবেন না। বলেন, যেমন করে হোক সিনেমা দেখার ব্যবস্থা করুন এমনকি বলেন ছবি না দেখলে তার ঘুম আসবে না। পাগল ভক্ত বলে, তিনি দেবের সবচেয়ে বড় ফ্যান। জলপাইগুড়ি থেকে তিনি শিলিগুড়িতে কথা দিয়ে এসেছেন যে সে এই সিনেমাটা দেখবে। স্বাভাবিকভাবেই সেই মহিলার সুরে সুর মেলাতে থাকেন বাকি দর্শকেরা।

এই সিনেমার কলাকুশলীদের মতে, সিনেমা প্রমোশানের সময় এই রাজ্যের বিভিন্ন শহরে গিয়ে প্রচার করাতে প্রভাব প্রবল। ভিডিওর শেষে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেতার একনিষ্ঠ ভক্তরা এই সিনেমার একটা ডায়লগ বলে ওঠে, ‘ফ্যামিলি নিয়ে আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ’ এবং অনবরত দর্শকেরা একটাই কথা বলতে থাকে তারা সিনেমা না দেখে বাড়ি ফিরবে না। অনেক সমালোচকদের মতে, অনেক বছর পর এই ধরনের অ্যাকশনের সিনেমা টলিউড উপহার দিল বাংলার দর্শকদের।

Tolly Tales