জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুঃসংবাদ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়

সাহেব চ্যাটার্জি (Saheb Chatterjee), বাংলা বিনোদন জগতে অন্যতম পরিচিত মুখ। অভিনয় থেকে সংগীত সব বিষয়েই পারদর্শী তিনি। এই অভিনেতাকে খুব একটা লাইমলাইটে দেখতে পাওয়া যায় না। বরাবরই নিজেকে সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরেই থাকেন, তবে সমাজ মাধ্যমের সঙ্গে যোগাযোগ নেই তা বলা যায় না। সাহেব থাকেন নিজের মতন করে।

শীতকাল মানেই চারিদিকে চলে ছুটির মেজাজ। আর, এই সঙ্গে চারিদিকে চলে ছোটো থেকে বড়ো সব ধরনের অনুষ্ঠান। তার ওপরে যদি থাকে এই ছুটির আমেজে জন্মদিন তাহলে তো আর কোনো কথাই নেই। আনন্দের উপভোগকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এই স্পেশাল দিনটা। আজ, ২৭শে ডিসেম্বর, সাহেব চট্টোপাধ্যায়ের জন্মদিন। মনের কোণায় ইচ্ছে ছিল এই দিনটা পরিবারের সঙ্গে কাটাবে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। শারীরিক অসুস্থতার কারণে হল না ইচ্ছা পূরণ। এমনকি, এই সময় তাঁর নানান জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু উপস্থিত থাকতে পারল না তিনি। এই অবস্থাতে অভিনেতা সমাজ মাধ্যমকে হাতিয়ার করে দর্শকদের কাছে ক্ষমা চাইলেন।

saheb chatterjee

বর্তমানে ভাইরাল হওয়া একটি ছবিতে অভিনেতাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি শুয়ে রয়েছেন নার্সিংহোমের বেডে, চোখে চশমা, এক গাল দাঁড়ি, রয়েছে হাতে সূচ ফোটানো। কার যত বলা যেতে পারে, বছর শেষটা এই অভিনেতার খুব একটা ভালো গেল না। ফটো দেখে বোঝাই যাচ্ছে অভিনেতা অসুস্থ হয়েছেন। কিন্তু এত অসুস্থ থাকা সত্ত্বেও সমাজ মাধ্যমকে হাতিয়ার করে তিনি তার সকল দর্শকদের কাছে থেকে ক্ষমা চাইলেন। কিন্তু, কেন?

সাহেব এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে ২৫ ডিসেম্বর আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাই ২৬ ও ২৮ তারিখ আমার যে শো করার কথা ছিল তা আর করা হল না। সেই কারণে অনুষ্ঠানের আয়োজক এবং দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি, সকলে আমার অবস্থা বুঝতে পারবেন। এছড়াও যাঁরা আমায় জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে ফোন করেছিলেন, হাসপাতালে থাকার কারণে আমি কারওর সঙ্গে কথা বলতে পারছি না। তবে মন থেকে তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।” বিশিষ্ট এই সংগীতশিল্পী মনের মধ্যে আশা রেখে বলেন, “আমার ৪৮ তম জন্মদিন এটা। এই প্রথম এ দিনে আমি মায়ের থেকে দূরে। মা, স্ত্রী এবং বাচ্চাদের খুব মিস করছি। তবে যাঁরা যাঁরা আমায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।