Bangla SerialEntertainment

পাঁচ বছরের মিহিকে নিয়ে মধুবনির লড়াইয়ের গল্প কে প্রথম কাছে এসেছি কেমন লাগলো আপনাদের? নতুন ধারাবাহিকে কতটা মন ভরালেন মোহনা?

জনপ্রিয় ডান্স শো-এর হাত ধরে গ্ল্যামর দুনিয়ায় হাতেখড়ি। তারপর সুযোগ পান জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকে অভিনয় করার। প্রথম ধারাবাহিকেই নায়িকার চরিত্র পেয়েছিলেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maity) ‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতেন অভিনেত্রী। ‘গৌরী এলো’ শেষ হয়েছে ছয়মাস কেটে গিয়েছে।

দীর্ঘ ছ’মাস পর ফের নতুন ধারাবাহিকে ফিরছেন মোহনা। জি বাংলাতে (Zee Bangla) আসছে নয়া ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi)। মোহনার পর্দায় নাম মধুবনি। ধারাবাহিকে সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করছেন মোহনা। তাঁর বিপরীতে থাকবেন অভিনেতা সায়ন বসু (Sayan Basu)। এর আগে টুম্পা অটোওয়ালীতে দেখা গেছে অভিনেতাকে।

সোমবার ২৭শে মে থেকে শুরু হবে নতুন ধারাবাহিকের সম্প্রচার। মোহনার নতুন ধারাবাহিকের আগমনে বিদায়ঘণ্টা বেজেছিল আরেকটি জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাই-এর। নতুন ধারাবাহিক প্রোমো শোরগোল ফেলেছিল ধারাবাহিক মহলে। নতুন ধারাবাহিকের প্রচার ঝলক দেখে অপেক্ষার প্রহর গুনছিল ভক্তমহল।

প্রকাশ্যে ধারাবাহিকের ‘কে প্রথম কাছে এসেছি’র প্রচার ঝলক

প্রকাশ্যে আসা প্রোমোতে (Promo) দেখা গিয়েছে, মেয়ে, অফিস, বাড়িত সিদ্ধ হস্তে সামলায় নায়িকা মধুবনি। একা হাতে মেয়েকে মানুষ করছে সে। তার অফিসের বস তার প্রতি সহানুভূতিশীল। বসের মধুবনির প্রতি স্পর্শকরতা নিয়ে অফিসে কটাক্ষের শিকার সে। তবে নায়িকার মেয়ে মিহি ভালোবাসে মায়ের বসকে। বসও মিহিকে আগলে রাখে।

বসের এহেন মেয়েকে আগলে রাখা, ভালোবাসা দেখে দুর্বল হয় মধুবনির মন। কিন্তু একাই এই জীবনযুদ্ধে লড়ে যেতে চায় সে। তবে মধুবনি সমাজের রক্তচক্ষুর কোপে কপোকাত হয়ে একাই জীবন কাটাবে। নাকি ছক ভেঙে নিজের মতো করে জীবন শুরু করবে সে?

Piya Chanda