জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে ৮ মাসের অপেক্ষার অবসান! টলি কুইন কোয়েল মল্লিক জানালেন কন্যার নাম! পুজোয় কি দেখা মিলবে একরত্তির?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। পর্দায় তাঁর উপস্থিতি সবসময়ই অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণ। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত তিনি খুব একটা খোলাখুলি কথা বলেন না। তবে তাঁর পরিবারকে ঘিরে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। বিশেষ করে কোয়েলের সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহ আলাদা।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে কোয়েল বিয়ে করেন প্রযোজক নিসপাল সিং রানেকে। কয়েক বছরের দাম্পত্য জীবনের পর ২০২০ সালে কোয়েল প্রথম সন্তানের মা হন। ছেলে কবীরের জন্মের পর থেকেই তাঁর জীবনে আসে এক নতুন অধ্যায়। এরপর গত বছর ডিসেম্বরে আবারও মা হন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবারে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

কন্যা সন্তান হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয় জল্পনা। কোয়েলের মেয়ে দেখতে কেমন? কবে তাঁকে সামনে আনা হবে? এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। কিন্তু এতদিনেও মেয়ের ছবি বা নাম প্রকাশ্যে আনেননি কোয়েল। সেই কারণেই দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই মেয়ের নাম জানান কোয়েল মল্লিক। ছেলে কবীরের সঙ্গে মিল রেখেই মেয়ের নাম রেখেছেন ‘কাব্য’। নাম প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আনন্দের আবহ। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট কাব্যকে শুভেচ্ছা জানিয়েছেন।

কোয়েলের ছেলে কবীর এখন অনেকটাই বড়। ছোট বোনকে আদর করে সে ডাকে ‘পুচকি’। তবে অনুরাগীদের মনে নতুন প্রশ্ন—সামনেই দুর্গাপুজো। গত কয়েক বছর ধরে কোয়েল ছেলেকে নিয়ে মল্লিক বাড়ির পুজোয় অংশ নেন। তাহলে কি এবার ছোট্ট কাব্যকেও সবার সামনে আনবেন অভিনেত্রী? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে ভক্তরা আশা করছেন, এবারের পুজোয় প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা মিলতে পারে কোয়েলের কন্যার।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page