জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুরু থেকেই পরপর দেবের সঙ্গে কাজ, তবু এবার দূরে সরে যেতে চাইছেন সৃজা! দেবের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা, কিন্তু এখন নামের পাশে দেবকে কেন রাখতে নারাজ অভিনেত্রী? তবে কি আর বড়পর্দায় কাজ করবেন না তিনি?

শুটিংয়ের আড়ালে কত গল্প লুকিয়ে থাকে, তা অনেক সময় সামনে আসে না। হইচইয়ের নতুন ভৌতিক সিরিজ ‘নিশির ডাক’-এর ক্ষেত্রেও এমনই কিছু ঘটেছে। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ‘সৃজা দত্ত’ (Sreeja Dutta)। এটি তাঁর প্রথম ওয়েব সিরিজ হলেও এর অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। রহস্য, ভয় আর টানটান উত্তেজনায় ভরা গল্পে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি এবার। কিন্তু সেই শুটিং শুরু হওয়ার আগেই হঠাৎ শরীর খারাপ হয়ে যায় তাঁর।

তীব্র জ্বর, সঙ্গে চোখ ফুলে লাল— এমন অবস্থাতেও ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে তাঁকে। সৃজা নিজেই জানিয়েছেন, কী ভীষণ কষ্টের মধ্য দিয়ে কাজ শেষ করেছেন। সহকর্মীরা তাঁর চেহারা দেখে ভয় পেয়ে যাচ্ছিলেন, তবুও তিনি কাজ ছাড়েননি। জয়দীপ মুখোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করবেন না বলেই সবকিছু মুখ বুজে সহ্য করেছেন, আর অসুস্থ শরীর নিয়েই শুটিং চালিয়ে গেছেন তিনি।

তাঁর মতে, চরিত্রটিতে অনেক স্তর ছিল বলেই এই কাজে রাজি হওয়া। দর্শক যেন চরিত্রের ভেতর ঢুকে যেতে পারে, সেই চেষ্টাই করেছেন তিনি। তবে, অভিনয়ের জগতে সৃজার যাত্রা শুরু হয়েছিল বড়পর্দা দিয়ে। অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন তিনি। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’, তাতেও ছিলেন দেবের সঙ্গেই। কিন্তু টানা দুটি বড় সুযোগের পরেই যেন সবকিছু থেমে যায়। পড়াশোনার চাপে অভিনয় থেকে খানিকটা সরে গিয়েছিলেন তিনি।

মাঝেমধ্যেই ছোটপর্দায় আসবেন এমন গুঞ্জন শোনা গেলেও, অভিনেত্রী সেই গুজব অনেক আগেই উড়িয়ে দিয়েছিলেন। তবে অনেকে প্রশ্ন তুলেছেন, সৃজা কি দেবের থেকে নিজের নাম আলাদা করতে চাইছেন? সেই জন্যই কি আর বড়পর্দায় কাজ নয়, সোজা সিরিজে? সৃজা সাফ বলেছেন, “যিনি আমাকে হাত ধরে ইন্ডাস্ট্রিতে এনেছেন, তাঁর থেকে দূরে সরে যাওয়া সম্ভব নয়। বরং নিজেকে ভাগ্যবতী বলেই মনে করি, দেব ও সৃজিত মুখোপাধ্যায়ের মতো মানুষের সঙ্গে একেবারে প্রথম থেকেই কাজের সুযোগ পেয়েছি।”

এই আশীর্বাদই তাঁর কাছে সবচেয়ে বড় পাওয়া, বলে জানান তিনি। আজ তিনি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে। দায়িত্ব অনেকটাই হালকা হয়েছে। তাই আবার কাজের দিকে মনোযোগী হতে চাইছেন তিনি। এখন সুযোগ পাচ্ছেন না মানেই ভবিষ্যতেও কিছু হবে না, এ কথা মানতে নারাজ সৃজা। তাঁর বিশ্বাস, সময় এলে সঠিক কাজ তিনি পাবেন। আপাতত ‘নিশির ডাক’ সিরিজের অভিজ্ঞতা তাঁর কেরিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন তিনি। যদিও সময়ই বলবে দর্শকের কেমন লাগলো তাঁর অভিনয়!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda