জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“দীর্ঘদিন ধরে ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে পারিনি সেই কারণে পুজো দেওয়া বন্ধ করে দিয়েছি! কাল যদি চোখ না খুলি, তাই আজকেই সব করে নিতে হবে।”- কোন কারনে ঠাকুরের উপর থেকে আস্থা হারিয়ে ছিলেন মিমি চক্রবর্তী?

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সবসময়ই স্পষ্টভাষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের নানা অজানা দিক খোলাখুলি ভাগ করে নিলেন। ছোট শহরের মেয়ে থেকে বড় পর্দার সাফল্যের শিখরে ওঠা মিমির যাত্রা সহজ ছিল না। তবে নিজের অভিজ্ঞতা থেকেই তিনি আজকের সাহস পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

জলপাইগুড়ির সেই ছোট্ট শহর থেকে একদিন বেরিয়ে আসার স্মৃতিই তাকে বারবার শক্তি জুগিয়েছে। মিমির কথায়, একদিনে এই সাহস তৈরি হয়নি, বরং ধীরে ধীরে অভিজ্ঞতার ভাণ্ডার জমতে জমতে তিনি আজকের জায়গায় পৌঁছেছেন। তাই এখন চ্যালেঞ্জকে আর ভয় পান না। সাহসের প্রসঙ্গ উঠতেই তিনি খোলাখুলি জানালেন—যখন ছোটবেলায় সেখান থেকে এগিয়ে আসতে পেরেছেন, তখন আজকের দিনগুলো তার কাছে আর অতটা কঠিন মনে হয় না।

এরপর শুভশ্রী গাঙ্গুলীর মন্তব্য নিয়ে অভিনেত্রী মুখ খুললেন। কিছুদিন আগে শুভশ্রী এক রিলে মিমিকে টলিউডের দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করেছিলেন। উত্তরে মিমি বলেন, দীপিকা তার নিজের মতো, আর তিনি তার নিজের মতো। অন্যের যা আছে, তা কারও কাছে হুবহু একইভাবে থাকে না। বরং নিজের যা আছে সেটাকে আঁকড়ে ধরাই আসল সুখের রহস্য এই চিন্তা ধারাতেই বাঁচেন তিনি।

সাক্ষাৎকারে উঠে আসে পুজোর প্রসঙ্গও। ছোটবেলায় জলপাইগুড়িতে দুর্গাপুজোর চেয়ে কালীপুজোর রঙ ছিল বেশি। বড় হওয়ার পর কলকাতার বাইরের অনেক কাজ হাতছাড়া করেছেন শুধুমাত্র মায়ের কাছে থাকার জন্য। তবে একটি ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল—তার প্রিয় পোষা কুকুর চিকুর মৃত্যু। সেই সময় তিনি জানান, দীর্ঘদিন ঠাকুরে বিশ্বাস রাখতে পারেননি সেই কারণে পুজো দিতেন না। পরে ধীরে ধীরে বুঝেছেন মৃত্যু জীবনেরই অংশ, আর সেই উপলব্ধিই তাকে আবার ভক্তি আর বিশ্বাস ফিরিয়ে দিয়েছে।

এরপর তিনি, নুসরতের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনারও জবাব দেন মিমি। তিনি স্পষ্ট করে জানান—তাদের মধ্যে কোনও মনোমালিন্য নেই। নুসরত ব্যস্ত থাকায় আগের মতো যোগাযোগ নেই, তবে সম্পর্ক ভালোই আছে। আর নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এসে জানালেন, ভবিষ্যতে যদি জীবনসঙ্গী খুঁজে পান তবে তিনি যেন সৎ এবং ভালো মানুষ হন, এইটাই তার চাওয়া। অভিনেত্রী ভালো থাকার মন্ত্র দিতে গিয়ে জানান—“কাল যদি চোখ না খুলি, তাই আজকেই সব করে নিতে হবে।” জীবনের প্রতি এই সহজ-সরল দৃষ্টিভঙ্গিই তাকে সুখী রাখে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda