জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘দুজনেই অত্যন্ত প্রতিভাবান!’ বাংলা টেলিভিশনে প্রবীণরা নাকি কখনও নতুনদের কদর করেন না, কিন্তু সেই ধারণা ভাঙলেন সপ্তর্ষি রায়! শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির ভূয়সী প্রশংসায় মাতলেন অভিনেতা

সাধারণত শোনা যায়, বাংলা বিনোদন জগতে প্রবীণ শিল্পীরা খুব কমই নবীনদের কদর করেন। অনেক সময় নতুনদের কাজ নিয়ে সমালোচনাই বেশি শোনা যায়। ফলে দর্শকদের কাছেও এক ধরনের ধারণা তৈরি হয়েছে, যেখানে মনে করা হয় প্রবীণ প্রজন্ম কখনও নতুনদের সাফল্যে খুশি হন না। কিন্তু এর মাঝেই এক অন্যরকম উদাহরণ স্থাপন করলেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সপ্তর্ষি রায়।

বহু ধারাবাহিকে বাবা বা কাকার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে অভিনয় করছেন এই বর্ষীয়ান অভিনেতা। এর আগে ‘পিলু’ ধারাবাহিকে কাজ করার সময়ও তিনি খোলাখুলি স্বীকার করেছিলেন, নতুন প্রজন্মের অভিনেতাদের কাছ থেকে তিনি অনেক কিছু শিখে নেন। বিশেষ করে সহ-অভিনেত্রী ইধিকা পালের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।

এবার আবারও আলোচনায় এলেন সপ্তর্ষি। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন নবীন প্রজন্মের দুই জনপ্রিয় মুখ—অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। এই দুই নায়িকার অভিনয় ইতিমধ্যেই দর্শকেরা সমাদরে গ্রহণ করেছেন। কিন্তু এবার তাঁদের কাজের প্রশংসায় সরাসরি মুখ খুললেন সপ্তর্ষি রায়। তাঁর বক্তব্য, এই প্রজন্মের কাছে শিখবার মতো অনেক কিছু আছে, যা আগের দিনের শিল্পীদের চোখ খুলে দেওয়ার মতো।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শ্রুতি ও আরাত্রিকার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমার দুপাশে যে দুজন সুন্দরীকে দেখছেন, এরা বর্তমান টেলিভিশনের অন্যতম সেরা অভিনেত্রী। তাঁদের পরিশ্রম, নিয়মশৃঙ্খলা, একাগ্রতা আর ভদ্র ব্যবহার থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার আছে।” পাশাপাশি তিনি আরও জানান, সহকর্মীদের পাশে থেকে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

বাংলা ইন্ডাস্ট্রিতে যেখানে প্রায়ই শোনা যায় প্রবীণরা নতুনদের অবজ্ঞা করেন, সেখানে সপ্তর্ষি রায়ের এই প্রশংসা নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করছে। তাঁর মতে, একসঙ্গে কাজ করেই বোঝা যায়, শিল্পের বয়স দিয়ে নয়, মাপ হয় কাজের গুণে। ফলে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির মতো নতুন প্রজন্মের শিল্পীরা যে শুধুই দর্শকের নয়, সহশিল্পীদেরও মন জয় করছেন, তা ফের একবার প্রমাণ হল।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda