Entertainment

কাজে ফিরতে চাইলেও প্রযোজক বলেছেন ‘না!’ নিম ফুলের মধু থেকে কী তবে বিদায় ঠাম্মি ওরফে লিলি চক্রবর্তীর?

বাংলা সিনেদুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ লিলি চক্রবর্তী (Lily Chakrabarty)জি বাংলার (Zee Bangla) টিআরপি টপার ধারাবাহিক নিম ফুলের মধুতে ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী। মাঝে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।টানা ১২-১৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন লিলি চক্রবর্তী। তবে আপাতত সুস্থ রয়েছেন তিনি।

৩রা এপ্রিল জি বাংলার নিম ফুলের মধুর সেটে ছিল ৫০০ পর্বের গ্র্যান্ড সেলিব্রেশন। বহাল তবিয়তে ধবধবে সাদা সালোয়ার কামিজে সেলিব্রেশনের মুহূর্তের সাক্ষী হলেন অভিনেত্রী। সেলিব্রেশনে অংশ নিলেও, শ্যুটিং সেটে গরহাজির ছিলেন তিনি। কাজে ফেরার ইচ্ছে থাকলেও নিম ফুলের মধুর প্রোডাকশন হাউজ অভিনেত্রীকে ফেরাতে চাইছে না। কিন্তু কেন?

Liliy Chakraborty, Television, Neem Phooler Modhu, Zee Bangla, Bengali Serial, লিলি চক্রবর্তী, নিম ফুলের মধু, বাংলা সিরিয়াল, জি বাংলা

এই প্রসঙ্গে প্রোডাকশনের তরফে জানানো হয়, অভিনেত্রী লিলি চক্রবর্তী অনেকদিন যাবৎ অসুস্থ ছিলেন। এখন সুস্থ থাকলেও এখন প্রচণ্ড গরম। এইরকম পরিস্থিতিতে বর্ষীয়ান অভিনেত্রীকে সেটে আনা ঠিক হবে না। তাঁর শারীরিক অসুস্থতার কথা ভেবে সৃজন-পর্ণার ঠাম্মি আপাতত নিম ফুলের মধু থেকে ক্ষণিকের বিরতি নিয়েছেন। তবে কাজে ফেরার প্রবল ইচ্ছে রয়েছে অভিনেত্রীর।

আরো পড়ুন: মিশন পিকলু উদ্ধার! পিকলুকে বাঁ’চা’তে মাঠে নামল পর্ণা-সৃজন! ফোনের টাওয়ার দেখে লেবুখালিতে উপস্থিত তারা! কী করে ভাইকে রক্ষা করবে পর্ণা?

উল্লেখ্য, অভিনেত্রী লিলি চক্রবর্তীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। হাঁপানি নিয়ে দিনকয়েক আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চিকিৎসকরা জানান, অভিনেত্রী ফুসফুসে ইনফেকশন রয়েছে। তাই আপাতত বাড়িতে থাকা তাঁর জন্য শ্রেয়। ধারাবাহিকে রয়েছে বেশ খানিক চাপ। তাই কয়েকদিন বিশ্রাম নিয়ে পুরোদমে কাজে ফিরবেন অভিনেত্রী।

এদিকে টিআরপিতে ফের একবার বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল নিম ফুলের মধু। ধারাবাহিকের নয়া প্রোমোও অন এয়ার। সৃজন পর্ণার জীবনে আসছে তাদের প্রথম সন্তান। দর্শক সৃজন পর্ণার আদরের ঠাম্মিকে সেই পুরোনো ছন্দে বন্দুক চালাতে দেখতে চায়। এখন অপেক্ষা কবে সেটে ফিরতে পারে লিলি চক্রবর্তী।

Piya Chanda