জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এ (Kusum) এই মুহূর্তে গল্পের গতি একেবারেই অন্য খাতে বইছে। একের পর এক চমক দর্শকদের ধরে রেখেছে টানটান উত্তেজনায়। দেবলীনার মুখোশ খুলে যাওয়ার পর, তার জেলে যাওয়ার ঘটনায় আপাতদৃষ্টিতে যেন গাঙ্গুলী পরিবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু এই শান্তিই যে ক্ষণস্থায়ী, তার ইঙ্গিত মিলছে ধারাবাহিকের নতুন প্রোমোতে! জেলের চার দেওয়ালের মধ্যেও দেবলীনা যে পুরোপুরি নিষ্ক্রিয় নয় বরং সেখান থেকেই নতুন চাল সাজাচ্ছে, তা এবার ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।
এই পরিস্থিতির মাঝেই হঠাৎ করে গল্পে এসেছে এক নতুন মুখ, ‘মেঘা।’ ইন্দ্রাণী গাঙ্গুলীর প্রাণ বাঁচিয়ে সে সকলের নজর কাড়েছে! অথচ তার পরিচয় ঘিরেই তৈরি হচ্ছে নানান রহস্য। নিজেকে সে ইন্দ্রাণীর বড় ভক্ত বলে দাবি করে এবং ভালোবাসার নিদর্শন হিসেবে একটি আঁকা ছবি নিয়ে আসে। সেই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করেই গাঙ্গুলী বাড়ির অন্দরমহলে শুরু হয় নতুন টানাপোড়েন। কুসুমের অনিচ্ছাকৃত ভুল থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে মেঘার সাহসী অবস্থান ইন্দ্রাণীর মনে গভীর ছাপ ফেলে।
ইন্দ্রাণীর এই মুগ্ধতাই পরবর্তী সময়ে কুসুমের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ‘আয়ুষ্মানের পাশে মেঘাকেই মানাবে’ এই মন্তব্য শুনে কুসুমের মনে জমে থাকা না বলা অনুভূতিগুলো যেন নতুন করে ধাক্কা খেতে শুরু করে! সেই বিজ্ঞাপনের শুটিংয়ের অজুহাতে হওয়া বিয়েটাকে আয়ুষ্মান যতই নকল এবং মিথ্যে বলে মানুক না কেন, কুসুমের কাছে সেই সম্পর্কের মানে অনেক গভীর। সে আজও নিজেকে গাঙ্গুলী বাড়ির বড় বউ বলেই মনে করে। এদিকে ঈশান-অনুশ্রীর বিয়ের আচার দেখেও তার মনে ফিরে আসে নিজের সেই মুহূর্তগুলো!
কিভাবে আয়ুষ্মান তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, যা সে এখনও স্বীকার করতে পারেনি সবার সামনে। অন্যদিকে, এই প্রমোতেই উঠে এসেছে এমন এক সত্য, যা গাঙ্গুলী পরিবার অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে! আগন্তুকের মতো হাজির হওয়া ‘মেঘা’ আসলে দেবলীনার দিদি! এই তথ্যই গল্পে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। সে কি সত্যিই এক অনুরাগী, নাকি দেবলীনার অসমাপ্ত পরিকল্পনারই নতুন অংশ? ইন্দ্রাণীর প্রতি তার শ্রদ্ধা কি নিছকই আবেগ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনও উদ্দেশ্য!
আরও পড়ুনঃ সৌমিতৃষা ও তনিষ্কা এইসব অভিনেত্রীদের নামের মানে কি? সোশ্যাল মিডিয়ায় অহেতুক প্রশ্ন পরমার! বিরক্ত হয়ে সপাট জবাব মিঠাইয়ের!
সব মিলিয়ে কৌতূহল বাড়ছে। উল্লেখযোগ্যভাবে, মেঘার চরিত্রে অভিনেত্রী আয়েন্দ্রী রায়ের উপস্থিতি গল্পে বাড়তি মাত্রা যোগ করেছে। তবে, ‘কুসুম’-এর গল্প এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে! ইন্দ্রাণী কি সত্যিই আয়ুষ্মানের জন্য নতুন করে বিয়ের কথা ভাববে? কুসুম কি এবার নিজের সম্পর্কের সত্যিটা প্রকাশ করবে? আর মেঘার আগমন কি গাঙ্গুলি পরিবারের জন্য নতুন বিপদের বার্তা? এই সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে আগামী পর্বগুলোর দিকে।
