জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলার গর্ব, গৌরব দত্তের এবার বলিউডে ডেবিউ! ‘ভুলভুলাইয়া ৩’-এর পর অভিনেত্রী প্রান্তিকা দাসের দ্বিতীয় হিন্দি ছবি! কনকনে শীতের মরশুমেই আসছে, জম্বির দল! কবে মুক্তি পাচ্ছে এই ছবি?

এবার বলিউডে (Bollywood) নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বাঙালি পরিচালক ‘গৌরব দত্ত’ (Gourab Dutta)! হিন্দি হরর-কমেডি ‘জম্বি সারভাইভাল’ ছবি ‘জোর’-এর (Zorr) হাত ধরেই পরিচালক হিসেবে তাঁর জাতীয়-স্তরে অভিষেক হচ্ছে। এর আগে, দীর্ঘদিন ধরে দেশের নানা ভাষার ছবিতে ভিজ্যুয়াল স্টোরিটেলিং, ট্রেলার এবং প্রোমো ডিজাইনের কাজ করার পর এবার পূর্ণদৈর্ঘ্যের হিন্দি ছবির পরিচালনায় নিজের সৃজনশীলতার ছাপ রাখছেন তিনি।

এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী ‘প্রান্তিকা দাস’ (Prantika Das)। ‘ভুলভুলাইয়া ৩’-এর পর এটি তাঁর দ্বিতীয় হিন্দি ছবি, যা তাঁর বলিউড যাত্রায় অন্যতম এবং উল্লেখযোগ্য ধাপ হতে চলেছে। প্রান্তিকার অভিনয় ছবিতে শুধু হাস্যরসই যোগ করেনি, বরং ভয় আর টানটান পরিস্থিতির মধ্যেও আবেগের এক মানবিক দিক তুলে ধরেছে। অভিনেত্রীর কথায়, ছবিটির শুটিং এবং টিজার মুক্তির অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ স্মরণীয়! কারণ, এটি তাঁর প্রথম শুট করা হিন্দি ছবি হলেও মুক্তির দিক থেকে আসছে পরে।

প্রসঙ্গত, ‘জোর’-এর গল্প আবর্তিত হয়েছে দিল্লির একটি কর্পোরেট অফিস হাবকে ঘিরে, যেখানে হঠাৎই ছড়িয়ে পড়ে জম্বি আতঙ্ক! সেই অপ্রত্যাশিত পরিস্থিতিতে আটকে পড়া নয়জন সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, মানসিক টানাপোড়েন এবং অদ্ভুত সব হাসির মুহূর্ত মিলিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনি। দ্রুতগতির চিত্রনাট্য, টানটান উত্তেজনা আর হালকা হাস্যরসের মেলবন্ধনে ছবিটি, ভিন্ন ঘরানায় নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করেছে।

উল্লেখ্য, পরিচালক হিসেবে গৌরব দত্ত তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছবির ভিজ্যুয়াল স্টাইল থেকে শুরু করে গল্প বলার ছন্দেও নতুনত্ব এনেছেন। বাংলা, হিন্দি, মারাঠি, ভোজপুরি ও অসমিয়া মিলিয়ে প্রায় সাড়ে তিনশোর বেশি ছবির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাঁকে এই ছবির ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলেছে! সেই অভিজ্ঞতারই প্রতিফলনই এবার দেখা যাবে, ‘জোর’-এর ভিজ্যুয়াল উপস্থাপনায়!

আরও পড়ুনঃ জি বাংলার ‘কুসুম’-এ গাঙ্গুলী বাড়িতে ঝড়ের পূর্বাভাস! মেঘার আগমনেই বদলে গেল সমীকরণ! আয়ুষ্মানের বিয়ের কথা শুনে ভেঙে পড়ল কুসুম! দেবলীনার দিদি মেঘাই কি আয়ুষ্মানের ভবিষ্যৎ? কী হবে কুসুমের?

ছবিতে প্রান্তিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, আকাশ মাখিজা, ঋষভ চাড্ডা, শেখর কাঞ্জিলালসহ আরও বেশ কয়েকজন বহুল পরিচিত মুখ। শক্তিশালী এই অভিনেতা এবং অভিনেত্রীদের উপস্থিতি, নিঃসন্দেহে গল্পকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। সব মিলিয়ে, ‘জোর’ একদিকে যেমন গৌরব দত্তের বলিউডে পরিচালক হিসেবে পথচলার সূচনা, তেমনই প্রান্তিকা দাসের হিন্দি ছবির জগতে নিজের অবস্থান আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page