নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘প্রাক্তন’ জুটি। সুপারস্টার ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prosenjit Chatterjee) এবং ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta) কিছু সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি থেকেই এদিন জল্পনার সূত্রপাত! এই ছবিগুলিতে শুধু তাঁরা দুজনই নন, দেখা যাচ্ছে পরিচালক কৌশিক গাঙ্গুলিক আর ঋতুপর্ণার সহযোগী শর্মিষ্ঠা মুখার্জিকেও! এতগুলো পরিচিত মুখ একসঙ্গে ধরা পড়তেই অনেকের মনে প্রশ্ন, নতুন বছরে ফের জুটিতে ফিরছেন তাঁরা? সেই প্রস্তুতি কি তবে শুরু হয়ে গিয়েছে?
এই জল্পনা আরও উস্কে দিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি সাম্প্রতিক পোস্ট। যেখানে ঋতুপর্ণার সঙ্গে তোলা একটি ছবি ভাগ করে তিনি লিখেছিলেন, “হঠাৎ দেখা”। সেই কথার মধ্যেই সিনেমাপ্রেমীরা দুয়ে দুয়ে চার করে ফেলেন। রবীন্দ্রনাথের কবিতা থেকে শুরু করে ‘প্রাক্তন’ ছবির আবেশ, মিলিয়ে শুরু হয়ে যায় ব্যাখ্যার বন্যা। যদিও ‘প্রাক্তন’-এর পরিচালক ছিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তবু এই জুটির আবেগ যে এখনও দর্শকের মনে তাজা, তা ফের একবার স্পষ্ট হয়ে যায়।
আসলে প্রসেনজিৎ-ঋতুপর্ণা মানেই বাংলা ছবির দর্শকের কাছে এক আলাদা অনুভূতি। বহু বছর পর ‘প্রাক্তন’-এ তাঁদের ফের একসঙ্গে দেখা, তারপর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘দৃষ্টিকোন’ ও ‘অযোগ্য’ প্রতিটি ছবিতেই সম্পর্কের ভিন্ন ভিন্ন স্তর তুলে ধরা হয়েছে। তাই আবার যদি কৌশিক গাঙ্গুলির হাত ধরে এই জুটি ফিরতে চলেছে, এমন খবরে উত্তেজনা হওয়াই স্বাভাবিক। তবে, এবার নাকি পুরোপুরি প্রেমকেন্দ্রিক একটি গল্পেই দেখা যেতে পারে তাঁদের, যা বড়পর্দায় আসতে পারে ২০২৬ সালে।
তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি নির্মাতা বা অভিনেতারা। তাই দর্শকমহলে নানান সম্ভাবনার কথা ভেসে বেড়াচ্ছে। কেউ চাইছেন ‘প্রাক্তন’-এর পরবর্তী অধ্যায়, কেউ আবার ‘দৃষ্টিকোন’-এর মতো আরও একটি সংবেদনশীল গল্প। আবার অনেকেই বলছেন, পুরনো ছবির সিক্যুয়েলের বদলে একেবারে নতুন গল্পেই এই জুটিকে দেখতে বেশি আগ্রহী তাঁরা। সব মিলিয়ে প্রতিক্রিয়া মিশ্র হলেও আগ্রহ যে তুঙ্গে, তা বলাই যায়।
আরও পড়ুনঃ বাংলার গর্ব, গৌরব দত্তের এবার বলিউডে ডেবিউ! ‘ভুলভুলাইয়া ৩’-এর পর অভিনেত্রী প্রান্তিকা দাসের দ্বিতীয় হিন্দি ছবি! কনকনে শীতের মরশুমেই আসছে, জম্বির দল! কবে মুক্তি পাচ্ছে এই ছবি?
এদিকে শুধু এই জুটি নয়, চলতি ও আগামী বছরে টলিউডের ছবিতে চমকের ঘাটতি নেই বলেই ইঙ্গিত মিলছে। দেব ও শুভশ্রী গাঙ্গুলিও ফের একসঙ্গে কাজ করতে চলেছেন, পুজোয় মুক্তির অপেক্ষায় তাঁদের নতুন ছবি। রোমান্সের পাশাপাশি সেখানে থাকছে রোমাঞ্চের উপাদানও! অন্যদিকে, প্রসেনজিৎ নিজেও একের পর এক নতুন ছবি নিয়ে ব্যস্ত, ছবির সংখ্যার দিক থেকে নতুন মাইলফলক ছোঁয়ার পথে। সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা আর উত্তেজনা আপাতত তুঙ্গে।
