জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সৌমিতৃষা ও তনিষ্কা এইসব অভিনেত্রীদের নামের মানে কি? সোশ্যাল মিডিয়ায় অহেতুক প্রশ্ন পরমার! বিরক্ত হয়ে সপাট জবাব মিঠাইয়ের!

সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পরমা বন্দ্যোপাধ্যায় নতুন নন। নানা সময়ে তাঁর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এর আগেও একটি ওয়েব সিরিজ নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন প্রসঙ্গে আলোচনায় এলেন পরমা। এবার টলিউডের দুই পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু এবং তনিষ্কা তিওয়ারির নামের অর্থ নিয়ে প্রশ্ন তুলে সমাজমাধ্যমে ঝড় তুললেন তিনি।

ফেসবুকে দেওয়া একটি পোস্টে পরমা লেখেন, আগে বাঙালিদের নামের গভীর ও সুন্দর অর্থ থাকত বলে তিনি শুনেছেন। কিন্তু বর্তমান প্রজন্মের কয়েকটি জনপ্রিয় নামের অর্থ তাঁর জানা নেই। সেই কৌতূহল থেকেই তিনি সৌমিতৃষা এবং তনিষ্কা নামের মানে জানতে চান। তাঁর এই প্রশ্ন ঘিরে মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা, বিতর্ক এবং নানা ব্যাখ্যা।

এই পোস্টে বহু নেটিজেন নিজেদের মতো করে দুই নামের অর্থ তুলে ধরেন। তবে যাঁর নাম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেই সৌমিতৃষা কুণ্ডু বিষয়টিকে মোটেই হালকা ভাবে নেননি। আজকাল ডট ইনকে দেওয়া প্রতিক্রিয়ায় জনপ্রিয় ধারাবাহিকের প্রধান অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানান, নিজের নামের অর্থ কাউকে বোঝানোর দায়িত্ব তিনি অনুভব করেন না। কেউ না জানলে সেটি তাঁর ব্যক্তিগত বিষয় বলেই মত তাঁর।

সৌমিতৃষা আরও বলেন, ভারতীয় ও সংস্কৃত নামের প্রতিটিরই নিজস্ব অর্থ ও গভীরতা রয়েছে। নাম কঠিন হলেই তার মানে নেই এমন ধারণা সম্পূর্ণ ভুল। পৃথিবীতে ভাবার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেখানে নামের অর্থ নিয়ে অহেতুক বিতর্কে জড়ানো অর্থহীন। তাঁর এই বক্তব্যে আত্মসম্মান ও দৃঢ়তার ছাপ স্পষ্ট বলে মনে করছেন অনেকে।

এদিকে পরমার পোস্টে নেটিজেনদের একাংশ ক্ষোভও প্রকাশ করেছেন। কেউ তাঁকে সৃষ্টিশীল কাজেই মন দেওয়ার পরামর্শ দিয়েছেন, কেউ আবার এই ধরনের প্রশ্নকে অনাবশ্যক বলেছেন। উল্লেখ্য, সৌমিতৃষা নামের অর্থ শান্ত ও সৌম্য ব্যক্তিত্ব, আর তনিষ্কা নামটি দুর্গাদেবীর আরেক নাম হিসেবেও পরিচিত। সব মিলিয়ে নামের মানে ঘিরে এই বিতর্ক সমাজমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page