জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আর্য নয়, অপর্ণার জীবনে আসছে নতুন নায়ক! ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়! কী হতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’-এর আগামী পর্বে?

সবেমাত্র কয়েকদিন হল শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। ধীরে ধীরে দর্শকদের কাছে এই ধারাবাহিকের গল্প স্পষ্ট হয়ে উঠছে। এরই সঙ্গে দর্শকদের মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছে অপর্ণা-আর্য’র জুটি।

অসমবয়সী সম্পর্কের এই গল্প প্রেমের সম্পর্কের অন্যতম নিদর্শন হয়ে উঠবে টেলিভিশনের দুনিয়ায়। এই সিরিয়ালে অপর্ণার চরিত্রে দেখা যাচ্ছে দিতিপ্রিয়া রায় এবং আর্য’র চরিত্রে জিতু কামাল’কে। প্রসঙ্গত, এই ধারাবাহিকের গল্পে উঠে আসবে পুনর্জন্ম-এর ধারণা।

বলাই বাহুল্য, গল্পের শুরুর প্রায় প্রথম থেকেই অপর্ণা-আর্য’র মাঝে তৃতীয় ব্যাক্তির বেশ জোরালো ভূমিকা রয়েছে। আবার এরই মধ্যে শোনা যাচ্ছে, ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে নতুন চরিত্র।

ধারাবাহিকের গল্পে নতুন চরিত্রে আসছে নায়কের ভাই। এই অভিনেতার নাম অর্কজ্যোতি পাল চৌধুরী। শোনা যাচ্ছে, ধারাবাহিকের দ্বিতীয় নায়ক হিসাবে আসতে চলেছে।

তবে, এই চরিত্রের লুক সেট হলেও এখনো সিরিয়ালের শুটিং শুরু হয়নি অভিনেতার। অর্কজ্যোতির এই চরিত্র গল্পে ঠিক কেমন প্রভাব ফেলবে তা নিয়েও আগ্রহী রয়েছে অনেক দর্শকই। সম্ভবত, নেগেটিভ চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।

Piya Chanda