জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফুলকিতে মু’গ্ধ রোহিত! ১লা বৈশাখের দিনে গ’রী’ব দুঃ’খী’দের খাইয়ে রোহিতের মন জি’তে নিলো ফুলকি! হবে কী প্রে’মে’র শু’রুয়া’ত?

Phulki Today’s Episode: বর্তমানে বেঙ্গল ট’পা’র ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। একের পর এক নতুন নতুন চমকে জম’জমা’ট ধারাবাহিক। সম্প্রতি তিনশো পর্ব শেষ করেছে ফুলকি। তবে ইতিমধ্যেই ধারাবাহিকটিকে অনেক ভা”লো’বাসা দিয়েছেন দর্শকরা, যার প্রতিফলন দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। ফুলকির সরল মনের ক”র্ম’কা’ণ্ড দা’রু’ণ উ’প’ভো’গ করছেন সবাই।

বর্তমানে ধারাবাহিকে চলছে ১লা বৈশাখের বিশেষ পর্ব। ফুলকির পছন্দ করা শাড়ি রোহিত শালিনীকে দিয়ে দেওয়ার ফলে খুব রে’গে গেছিল ফুলকি। এরপর রায় চৌধুরি বাড়িতে শুরু হয়ে যায় শালিনী ব’না’ম ফুলকির ল’ড়া’ই, যদিও দুই-চারটে কথা শোনানো ছাড়া আর কিছুই করেনি ফুলকি। এরপরই সে চলে আসে সুপার স্টোর সাজাতে।

ফুলকি আজকের পর্ব ২৮ এপ্রিল (Phulki Today’s Episode 28 April):

ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে সুপার স্টোরে চলে এসেছে ফুলকি। এসেই সুমন স্যারকে সাহায্য করতে শুরু করে সে। তখনই স্টোরে চলে আসেন একজন ভি’খা’রি’নী ব’য়’স্কা ম’হি’লা। স্টোরে তিনি ফুলকির কাছে কিছু খে’তে চান। ব’য়’স্কা মহি’লাকে দেখে খুব ক’ষ্ট পা’য় ফুলকি। তাঁর হাতে একটা বিস্কু’টের প্যাকেট দিয়ে খে’য়ে নিতে বলে ফুলকি।

মহিলাটি চলে যাওয়ার পর ফুলকিকে সুমন বলে এইভাবে একজনকে খা’ও’য়ার দিলে বাকিরা সবাই চলে আসবে আর তাদেরও লো’ক’সা’ন হবে, তাই এরকম কাজ যেন ফুলকি আর না করে। সুমন চলে যাওয়ার পর ফুলকি ভাবে একজন মানুষের খি’দে এক প্যাকেট বিস্কুটে কিভাবে মি’ট’বে! ১লা বৈশাখে সবাই আনন্দ করবেন আর গরীব দু’খী মানুষরা ক’ষ্ট পাবে! যেমন ভাবনা তেমন কাজ। সুপার স্টোরের সামগ্রী নিয়ে গিয়ে সকলকে খিচুড়ি আর তরকারি বানিয়ে খা’ও’য়ায় ফুলকি।

আরও পড়ুন: না’কে দ’ড়ি দিয়ে অর্জুনকে ঘো’রা’চ্ছে দীপা! ফের একবার বিয়ে পি’ছো’তে ভালো কাজে বি’লি’য়ে দিল বিয়ের টাকা! দেখে বিরক্ত দর্শকরা

ফুলকিকে খুঁ’জ’তে খুঁ’জ’তে রোহিত, পিয়াল, তমাল আর কাকুমণি দেখেন ফুলকির কা’ণ্ড। রোহিত ফুলকির ওপর রেগে গেছে দেখে সেই ব’য়’স্কা ম’হি’লা রোহিতের কাছে এসে বলেন ফুলকি আসলে কি করেছে। কথাটা শুনে খুশি হয়ে ফুলকির গা’ল টি’পে দে’য় রোহিত। এরপরই সবাই একে একে চলে আসে সুপার স্টোরে। রোহিতের দেওয়া শা’ড়ি শালিনী প’ড়েনি দেখে আবার ম’ন্ত’ব্য করে ফুলকি। যদিও ফুলকির ক’থায় পা’ত্তা দেয়নি শালিনী। সে ঈশিতাকে বলে এখন তাঁর একমা’ত্র ল’ক্ষ্য রোহিতের কা’ছাকা’ছি থা’কা। তখনই জেঠিমণিকে নিয়ে চলে আসে জেঠুমণি। রোহিতের দেওয়া শাড়ি হৈমন্তী প’ড়ে’ছে দেখে খুব খুশি হয় রোহিত ফুলকি। যদিও সেখানে দেখা যায়নি রুদ্রকে, রুদ্রর হা’ত থে’কে অংশুকে কি বাঁ’চা’তে পা’ড়’বে ফুলকি? সেকথা বলবে আসন্ন পর্ব।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page