জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমার ১৯ বছরের পেশাজীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম” – পুজোর মুখে মাত্র দু’দিনের নোটিসে বন্ধ হল ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’! টেকনিশিয়ানদের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে বি’স্ফো’রক অভিনেত্রী পায়েল

টেলিভিশনের ছোটপর্দায় দর্শকদের প্রিয় ধারাবাহিক হঠাৎ বন্ধ হওয়ায় চমকে উঠেছে ভক্তরা। দীর্ঘ এক বছর ধরে ধারাবাহিকটি ভালোবাসা পেয়েছে, কিন্তু মাত্র দু’দিনের নোটিসে এর শুটিং শেষ হওয়ার খবর সবাইকে হতবাক করেছে। দর্শক শুধু নয়, নায়িকাও এই ঘটনায় যথেষ্ট মন খারাপের মধ্যে রয়েছেন।

পায়েল দে, যিনি ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন, তিনি সাক্ষাৎকারে জানান, “আমার ১৯ বছরের পেশাজীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম। মাত্র দু’দিনের নোটিসে কোনও ধারাবাহিক বন্ধ হয়নি। এক বছর ধরে আমরা এই ধারাবাহিকের জন্য কাজ করেছি, এখন হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়া সত্যিই অস্বাভাবিক।” তিনি আরও বলেন, ধারাবাহিকটি টানা ৩২০ পর্বের মাইলফলক পেরিয়েছে এবং দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছে।

শারদীয়ার আগেই পুজোর জন্য টিমের অনেক পরিকল্পনা ছিল। পায়েল জানান, “আমরা মজা করব, একসঙ্গে খাওয়াদাওয়া করব, কাজ শেষে যারা ইচ্ছুক তারা ঠাকুর দেখতে যাবেন। কিন্তু হঠাৎ বন্ধ হওয়ায় সেই সব পরিকল্পনা এখন বাতিল। টেকনিশিয়ানরা পুজোর সময় ছোটপর্দার কাজের দিকে নজর রাখেন। হয়তো সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই উপলব্ধি থেকে তিনি মনে করেন, যদি সময়মতো সিদ্ধান্ত নেওয়া হত, তাহলে সবাই হাসিমুখে শারদীয়া কাটাতে পারতেন।

তবুও, পায়েলের মনোবল নষ্ট হয়নি। তিনি বলেন, “এই ধারাবাহিক আমাকে অনেক দিয়েছে। আমার লুক কমপক্ষে ২৯–৩০ বার বদলানো হয়েছে। সাধারণত একটি ধারাবাহিকে কোনও নায়িকার এত বার লুক বদল হয় না। এই অভিজ্ঞতা আমার জন্য এক দারুণ শিক্ষা।” পায়েল এই ধারাবাহিক থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এবং প্রশংসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও পায়েল খোলাসা করেন, “শীঘ্রই ‘ইন্দু ৩’ সিরিজ মুক্তি পাবে। এছাড়া সায়ন্তন ঘোষালের ‘বামাক্ষ্যাপা’ ছবির শুটিংয়ে যোগ দেব। নতুন প্রকল্প নিয়ে উত্তেজনা থাকলেও ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের বন্ধ হওয়া সত্যিই অপ্রত্যাশিত ছিল।” তিনি আশা প্রকাশ করেছেন, নতুন কাজের মাধ্যমে আবারও দর্শকদের কাছে উপস্থিত হতে পারবেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page