জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এত বিতর্কের পরেও এখনো পর্যন্ত সেই লাইভ ভিডিও ডিলিট করেননি রূপঙ্কর বাগচী! ‘নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত’, রাগে ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা

গত ২৪ ঘন্টায় কী থেকে কী হয়ে গেল না?কলকাতায় গান গাইতে এসেছিলেন বিখ্যাত বলিউড সিঙ্গার কে কে কিন্তু এখন তার মরদেহ ফিরে যাচ্ছে। নজরুল মঞ্চ কর্তৃপক্ষ এবং গুরুদাস কলেজ কর্তৃপক্ষের চূড়ান্ত অব্যবস্থার কারণে মৃত্যু হয়েছে কেকের। এমনটাই দাবি ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কিভাবে গরমের মধ্যে তিনি কষ্ট পাচ্ছিলেন তার ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল তবুও কেন সেই মুহূর্তে তাকে স্টেজ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না সেটা কারো মাথায় ঢুকছেনা।

মুম্বাই এর কাছে মুখ পুড়েছে কলকাতার। মুম্বাইয়ের শিল্পীদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় বলছেন যে বয়কট ওয়েস্ট বেঙ্গল। অনেকেই আশঙ্কা করছেন যে তাদের প্রিয় বলিউড তারকারা আর কলকাতায় আসবেন না। এমনটা হওয়ার সম্ভাবনা সত্যিই রয়েছে। কিন্তু বাঙালিরা ব্যথিত আরো একটি কারণে।জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি গায়ক রূপঙ্কর বাগচী যে অমানবিক কাজটি করেছেন তার জন্য বাঙালিরা লজ্জিত।

তিনি লাইভ ভিডিওতে প্রশ্ন করেছিলেন হু ইজ কেকে?এছাড়াও নিজের এবং বাংলার অন্যান্য সঙ্গীত শিল্পীদের নাম করে বলেছিলেন আমরা কেকের থেকেও ভালো গান গাই তাহলে আমাদের নিয়ে উন্মাদনা কেন হয় না? তারপরেই কেকের মৃত্যু হওয়ায় যেটা সম্পুর্ণ কাকতালীয় পুরো দোষটাই এসে পড়েছে রুপংকরের ঘাড়ে। অনেকে তো বলছেন রুপঙ্করের অভিশাপে নাকি কে কে মারা গেছেন। যদিও রুপংকর জানিয়েছেন তিনি নিজে দুঃখিত। তবুও জনগণ খুবই রেগে রয়েছে তার ওপরে।

Rupankar bagchi

কিন্তু এত কিছুর পরেও দেখা যাচ্ছে রূপঙ্কর সেই বিতর্কিত লাইভ ভিডিও টি এখনো ফেসবুক থেকে ডিলিট করেন নি। সেটাতে ইতিমধ্যেই 10 লক্ষের উপর ভিউজ হয়ে গেছে। কমেন্ট বক্সে এখনো কুকথার বন্যা বয়ে যাচ্ছে। তবুও ভিডিওটা উইথড্র করে নিলেন না রূপঙ্কর। আর এটাই আরো বেশি কষ্ট দিয়েছে বাঙালিকে। নেটিজেনরা বলছেন যে উনি এতটাই নির্লজ্জ এখনো ভিডিওটা ডিলিট করতে পারলেন না। নিজের নিরাপত্তা চেয়ে থানায় যেতে পারলেন অথচ ভিডিওটা সরাতে পারলেন না।

Piya Chanda

                 

You cannot copy content of this page