জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জগদ্ধাত্রী থেকে বিদায়ের মুখে বড়দি ‘কৌশিকী!’ এবার নতুন ধারাবাহিকে পুলিশের ভূমিকায় রূপসা চক্রবর্তী

প্রায় সাড়ে তিন বছরের লম্বা পথচলা শেষে শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই সময়টায় দর্শকের আলাদা প্রিয় হয়ে উঠেছিলেন কৌশিকী মুখোপাধ্যায় অর্থাৎ সকলের বড়দি। চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী যাঁর পর্দার সহজ অথচ দৃঢ় উপস্থিতি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। তাই যাত্রার শেষ দিনে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক এবং তাঁর অনুরাগীদের মনেও একই রকম টানাপোড়েন।

এই বিদায়ের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি ভাগ করে নিলেন রূপসা। তিনি লিখলেন প্রতিদিন সন্ধ্যা সাতটায় বড়দির রূপে আপনাদের সামনে হাজির হওয়া ছিল আমার অভ্যাস আর সেই সঙ্গে ছিল আপনাদের অপরিসীম ভালোবাসা আর সম্মান যা আমাকে প্রতিদিন নতুন করে শক্তি দিয়েছে। আজ যখন কৌশিকীর পথচলা শেষের পথে হৃদয়ের ভেতরেও একটা শূন্যতার সুর বাজছে। ঠিক তখনই দুজন ছোট্ট ভক্ত এসে বলল তোমাকে আমরা ছাড়ছি না সন্ধ্যা সাতটার অভ্যাস ভাঙা যাবে না। সেই নিখাদ আবেগে ভেসে গিয়েছেন অভিনেত্রী নিজেও।

এদিকে সম্প্রতি চ্যানেলের স্লট বদলের কারণে আরও কিছু পরিবর্তন এসেছে সম্প্রচারে। ফুলকির স্লটে আপাতত জায়গা নিচ্ছে জগদ্ধাত্রী আর তার জায়গায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি। নতুন গল্প শুরু হলেও রূপসার সঙ্গে দর্শকের সম্পর্ক আগের মতোই অটুট থাকবে কারণ এই নতুন ধারাবাহিকেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

নতুন সিরিয়ালে রূপসা অভিনয় করছেন পুলিশের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম কাজল ঘোষাল। দৃঢ় ব্যক্তিত্ব আর দায়িত্ববোধে ভরা এই চরিত্রটি বড়দির থেকে একেবারেই আলাদা আর তাই রূপসার কাছে এটি নতুন চ্যালেঞ্জ এবং নতুন উত্তেজনা নিয়ে এসেছে। দর্শকরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাঁকে নতুন রূপে দেখার জন্য।

রূপসা জানিয়েছেন নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি তে তিনি আবারও সন্ধ্যা সাতটায় দর্শকদের মন জয় করতে ফিরছেন। দিনের সেই পরিচিত সময়টি যেন একদিনও বদলে না যায় এই অনুরোধও রাখলেন তিনি। একই সঙ্গে নিজের স্বামী ও প্রযোজক স্নেহশিস চক্রবর্তীকে তাঁর পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রূপসা। নতুন পথে পা রেখে তিনি আশা করছেন আগের মতোই থাকবে দর্শকের ভালোবাসা আর অটুট সঙ্গ।

Piya Chanda

                 

You cannot copy content of this page