জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রোম্যান্টিক সিনে বিপত্তি! শুটিং সেটে ঋষির সঙ্গে ঘনি’ষ্ঠ মুহূর্তে আসলে কী করে ফেলেন অভিনেত্রী আরাত্রিকা অর্থাৎ পর্দার উজি?

বাংলার টেলিভিশনের ধারাবাহিক নিয়ে দর্শকের উত্তেজনা সব সময়ই তুঙ্গে থাকে। একেকটা সিরিয়ালে গল্প যত এগোতে থাকে, ততই চরিত্রদের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, রোমান্স বা নিত্যনতুন টুইস্ট দর্শকদের আরও বেশি আকর্ষণ করে। নায়ক-নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রি যেমন মন ভরিয়ে দেয়, তেমনই কখনো কখনো পর্দার বাইরের গল্প দেখার জন্য দর্শক আকর্ষিত থাকে।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ ঠিক এমনই একটি সিরিয়াল, যা টেলিকাস্ট শুরু হওয়ার পর থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। গল্পের গতি, চরিত্রের উপস্থাপনা আর সম্পর্কের ওঠানামা—সব মিলিয়ে সিরিয়ালটি দ্রুতই দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস, অভিষেক বীর শর্মা এবং আরাত্রিকা মাইতি—তিনজনেই নিজেদের মতো করে দর্শকের মন ছুঁয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই দর্শকদের আলাদা ভালোবাসা কুড়িয়েছে আরাত্রিকা মাইতি এবং অভিষেক বীর শর্মার জুটি। পর্দায় তাদের নাম উজি এবং ঋষি—একসঙ্গে স্ক্রিনে এলেই দর্শক যেন আরো একটু বেশি আবেগী হয়ে ওঠেন। তাদের ভুল-বোঝাবুঝি, একটু অভিমান—সবই সিরিয়ালের জনপ্রিয়তার পেছনে বড় কারণ।

বর্তমান ট্র্যাকে দেখা যাচ্ছে, উজির অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা নিজের দখলে নিয়েছে নিশা। এই অপ্রত্যাশিত টুইস্ট গল্পটাকে নতুন দিকে নিয়ে গেছে, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। তবে গল্পের টুইস্টের মাঝেও দর্শকের কৌতূহল আরও বেড়েছে—উজি ও ঋষির সম্পর্ক এখন কোন পথে এগোবে?

এর মাঝেই এক সাক্ষাৎকারে উঠে আসে তাদের রোমান্টিক সিন শুটিংয়ের মজার অভিজ্ঞতা। অভিষেক জানিয়েছেন—আরাত্রিকার খুব ঠান্ডা লাগে, তাই শুটিং করতে গেলেই চোখের জল আর নাকের জল থামতেই চায় না। আরাত্রিকা মজার ছলেই বলেন—সিন করতে গিয়েই নাকের জল নায়কের গায়েই লাগিয়ে দেবেন।উত্তরে অভিষেকও আর দেরি না করে হেসে বলেন—“ঠিক আছে, জামা খুলে দেব, মুছে নিও!” এই মজার কথোপকথন দেখেই স্পষ্ট—দর্শক যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে ভালোবাসেন, অফস্ক্রিনও তাদের বন্ধুত্ব আর বন্ডিং ঠিক ততটাই শক্তিশালী।

Piya Chanda

                 

You cannot copy content of this page