কিছুদিন আগেই শেষ হয়েছে ডান্স বাংলা ডান্স, তার মানেই তো এবার বাঙালির সেই প্রিয় রিয়ালিটি শোয়ের ফেরার পাল! এবার সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে চলেছে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ (SaReGaMaPa)। এবারের মরশুমে থাকছে একাধিক চমক। প্রথমেই মহালয়ার বিশেষ পর্ব দিয়ে শুরু হলেও, মূল শো শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর থেকেই। প্রতি শনিবার ও রবিবার রাত ৯:৩০ এ ঠিক আগের মতোই সম্প্রচার হবে অনুষ্ঠানটি।
এবারের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন সকলের প্রিয় আবির চট্টোপাধ্যায়, যিনি প্রতিবারের মতোই নিজের দারুন উত্তেজনা দিয়ে মঞ্চ মাতিয়ে রাখবেন এবারও। অন্যদিকে, বিচারকের আসনে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন বাঙালির প্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি। নিজের দীর্ঘ সংগীত-জীবনের অভিজ্ঞতা থেকে নতুন প্রতিযোগীদের বিচার করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। মূল পর্বে বিশেষ অতিথি ছাড়াও, ৯ জন স্থায়ী বিচারক থাকবেন। ইতিমধ্যেই এই রিয়ালিটি শোয়ের প্রথম প্রোমো প্রকাশ পেয়েছে।
এদিন জি বাংলার সমাজ মাধ্যমের পাতায় দেখা গেল, বহু প্রতীক্ষিত ‘সারেগামাপা’-এর নতুন প্রোমো। কিন্তু এই প্রোমো দেখেই মানুষ এতটাই হতাশ হয়েছেন যে মূল পর্ব নিয়েও বাড়ছে একই আশঙ্কা। কিন্তু কী দেখা গেল প্রোমোতে? শুরুতেই দেখা গেল, এক বৃদ্ধ বাঙালি দম্পতি নিজেদের উৎসাহ প্রকাশ করছেন সারেগামাপা নিয়ে। আবার একজোট ছেলেমেয়ে আবিরকে দেখার জন্যও যথেষ্ট মুখিয়ে আছে। কখনও বা নৌ সেনা, কখনও বায়ু, এমনকি বিদেশি লোকেরাও বলছেন— “শনিবার রবিবার দেখতেই হবে জি বাংলা।”
এটাও কি সম্ভব? হ্যাঁ, নিশ্চই সম্ভব! কারণ এই প্রোমোটি আপাত-মস্তক ‘এআই’ অর্থাৎ ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ দিয়ে তৈরি। স্বাভাবিকভাবেই এখানে দেখানো মানুষদের অঙ্গভঙ্গি এবং বাংলা উচ্চারণ অনেক জায়গায় যথাযথ নয়। এই নিয়েই সমাজ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক! একজন লিখেছেন, “ডেকতে বুলবেন না সারেগামাপা! এআই দিয়ে বাংলার পিন্ডি না চটকালেই হচ্ছিল না? যেন আমি বিদেশিদের মুখ থেকে বাংলা শুনছি! দেখার পুরো ইচ্ছেটাই মাটি হয়ে গেল।”
আরও পড়ুনঃ “ফ্যাশনে আধুনিকতার সীমা ছাড়িয়ে যেতে পারি, আবার সাবেকী সাজেও অতুলনীয় হয়ে উঠতে পারি, তাই বলে ঈশ্বর বা প্রথা বিরোধী নই!”— নীল আলতা বিতর্কে, মনামীর অকপট স্বীকারোক্তি!
আবার অন্যজনের কথায়, “লোক ভারা করার টাকা নাই, তাই বলে এসব বিদেশিদের দিয়ে প্রচার করানোর ইচ্ছা জাগলো কেন?” কেউ কটাক্ষ করে বলেছেন, “মহালয়াটাও এবার এআই দিয়েই বানিয়ে ফেলুন। বেকার বেকার অভিনেতা অভিনেত্রী,গ্রাফিক্স, মিউজিক আর্টিস্ট এসবের পেছনে টাকা খরচ করে কি হবে বলুন।” কেউ ব্যাঙ্গ করে বলেছেন, “সিরিয়ালগুলোও এবার এআই দিয়ে বানানো হোক। অ্যাটলিস্ট কুচুটে কাকিমাগুলোকে একটু মডার্ন লাগবে!” আপনাদের কী মতামত এই বিষয়ে? জানাতে ভুলবেন না কিন্তু!