জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হত। প্রথম দিনই জানিয়েছিলাম, আমার গায়ের যা রং সেটা রেখেই কাজ করব।”-গায়ের রং নিয়ে বৈষম্যের অভিযোগে মুখ খুললেন ‘চিরসখা’র বর্ষা শিঞ্জিনী চক্রবর্তী!

বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক নতুন মুখ আসছে। কখনও তাঁরা নায়িকা, কখনও খলচরিত্র দর্শক পছন্দ করছেন বলেই ধারাবাহিকগুলো জমে উঠছে। বর্তমানে এমন এক নাম যিনি সমানভাবে আলোচনায় আছেন তিনি হলেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। ‘চিরসখা’ ধারাবাহিকের বর্ষা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটে গিয়েছেন তিনি।

আজ যে শিঞ্জিনীকে খলচরিত্রে এত প্রশংসা করা হচ্ছে, তাঁর টেলিভিশন যাত্রা শুরু হয়েছিল নায়িকা হিসেবেই। প্রথম ধারাবাহিক ‘উমা’-র হাত ধরেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন তিনি। তবে শুরু থেকেই তাঁর লক্ষ্য ছিল একটু আলাদা। শিঞ্জিনী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন— শুধু নায়িকা হওয়া নয়, বরং একজন ভাল অভিনেত্রী হওয়াই তাঁর স্বপ্ন। তাই চরিত্রের ধরন নয়, অভিনয়ের গুণটাই তাঁর কাছে বড়।

তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে কম লড়াই করতে হয়নি শিঞ্জিনীকে। একসময় তাঁর গায়ের রং নিয়ে বারবার কটাক্ষ শুনতে হয়েছে। সমাজে এখনো ফর্সা রংকে সুন্দরীর প্রতীক মনে করা হলেও, শিঞ্জিনী বরাবরই নিজের রং নিয়ে আত্মবিশ্বাসী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘‘গায়ের রং তো আমার হাতে নেই। তাই নিয়ে কোনও দ্বিধা নেই। বরং নিজের শরীর আর গায়ের রঙকে ভালবাসতেই শিখেছি।’’

মডেলিংয়ে যখন প্রথম পা রাখেন শিঞ্জিনী, তখন তাঁকে বলা হয়েছিল চড়া মেকআপ করে ফর্সা দেখাতে। কিন্তু তিনি তখনই আপত্তি তোলেন। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য ছিল— তাঁর গায়ের যা স্বাভাবিক রং, সেটাকেই ধরে রাখতে চান তিনি। কারণ তাঁর মতে, আসল সৌন্দর্য কৃত্রিমতায় নয়, বরং নিজের স্বাভাবিকতায়। ‘‘আমি ডাস্কি, আর তাতেই আমি বেশি সুন্দরী,’’ আত্মবিশ্বাসের সঙ্গেই এমন মন্তব্য করেছিলেন অভিনেত্রী।

আজকের দিনে এসে শিঞ্জিনী প্রমাণ করেছেন, প্রতিভাই আসল পরিচয়। ‘চিরসখা’র বর্ষা চরিত্র তাঁকে দর্শকের কাছে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়। খলচরিত্রে অভিনয় করেও তিনি দর্শকের ভালবাসা পেয়েছেন সমানভাবে। গায়ের রং নিয়ে সমাজ যেভাবেই বিচার করুক না কেন, শিঞ্জিনীর বার্তা স্পষ্ট— নিজের স্বাভাবিকতাকে ভালবাসলেই সেখানেই আসল সৌন্দর্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page