জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দশ বছর পর ‘ধূমকেতু’ দিয়ে দেব-শুভশ্রীর কামব্যাক! দেশু-র পর এবার কি বুম্বাদা-দেবশ্রী জুটি? আবার কবে আসছে প্রসেনজিৎ আর দেবশ্রী একসঙ্গে বড়পর্দায়, উত্তর দিলেন দেবশ্রী রায়!

বিনোদন জগতে (Entertainment Industry) নতুন সম্পর্ক তৈরি আর ভেঙে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু বিচ্ছেদের (Separation) পরেও অনেক তারকাকে আবার একসঙ্গে পর্দায় দেখা গেলে, সেটা নিয়ে দর্শকদের কৌতূহল খুব স্বাভাবিক। ঠিক যেমন, একসময় পরিচালক সৃজিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। কিন্তু সম্পর্ক ভাঙার পরেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। এমনকি স্বস্তিকাকে আরও এক প্রাক্তন, অভিনেতা জিতের সঙ্গেও একটি অনুষ্ঠানে দেখা গেছে।

আবার ছোটপর্দায় অভিনেতা ভরত কলের প্রাক্তন স্ত্রী অনুশ্রী দাস এবং বর্তমান স্ত্রী সায়ন্তনী ঘোষকে একই ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শক। বাণিজ্য নগরীর ক্ষেত্রেও চিত্রটা কিন্তু একই! ‘আশিকি টু’ খ্যাত প্রাক্তন জুটি, শ্রদ্ধা কাপুরকেও এক অনুষ্ঠানে সিদ্ধার্থ রায় কাপুরকে জড়িয়ে ধরতে দেখা গেছে। আবার দীপিকা পাডুকোন আর রণবীর কাপুরও বিচ্ছেদের পর একাধিক অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছেন। সব মিলিয়ে, এরকম উদাহরণ ভরপুর বিনোদন জগত এই মুহূর্তে।

অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত টানাপোড়েন থাকলেও কাজের জায়গায় তারকারা তিক্ততা পেরিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন। তবে এই সমস্ত উদাহরণের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দেব ও শুভশ্রীর জুটি। প্রায় এক দশক পর আবার বড়পর্দায় তাঁদের একসঙ্গে দেখা গেল ‘ধূমকেতু’ ছবির হাত ধরে। যদিও ছবির শ্যুটিং হয়েছিল দশ বছর আগে, কিন্তু মুক্তি পাওয়া আর প্রচারের মঞ্চে তাঁদের পাশাপাশি উপস্থিতি ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

ট্রেলার লঞ্চের দিন হোক বা নৈহাটির বড়মা মন্দিরে পূজা, দু’জনকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে এই ফিরে আসা সত্ত্বেও দেব ও শুভশ্রীর সম্পর্ককে ঘিরে জটিলতা কিন্তু কাটেনি। ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ তাঁদের ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে, ভক্তরা যদিও আশা করছেন তাঁদের পর্দার রসায়ন আরও একবার উপভোগ করার। কারণ টলিউডে তাঁদের জুটিকে ঘিরে এখনও এক বিশেষ আগ্রহ রয়ে গেছে।

এবার সেই পরিপ্রেক্ষিতেই প্রবীণ সিনেমা প্রেমীদের প্রশ্ন জাগছে, “দেবশ্রী রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আবারও একসঙ্গে কি দেখা যাবে?” উল্লেখ্য, এককালে এই দুই ব্যক্তিত্বই বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন দীর্ঘদিন ধরে। পরবর্তীকালে বিচ্ছেদ হয়ে যেতেই, প্রসেনজিৎ বিয়ে করেন আবার। একসময় এই জুটিকে ঘিরে সমান উন্মাদনা ছিল পর্দাতেও। তবে সম্প্রতিক উঠতে থাকে প্রশ্ন নিয়ে মুখ খুলেছেন দেবশ্রী নিজেই। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত তিক্ততা ভুলে আবার কি পর্দায় ফিরবেন দু’জন?

সাংবাদিক উল্লেখ করে দেন, দীর্ঘদিনের সম্পর্ক থাকার পর বিচ্ছেদ হয়ে যায় দেব ও শুভশ্রীর। এতদিন পরে তারা পেশাদারিত্বকে সামনে রেখে আবার একজোট হয়েছেন। এবার যদি ভালো স্ক্রিপ্ট আসে আর অভিনেতা হিসেবে প্রসেনজিৎ আগে থেকেই নির্ধারিত থাকেন। সেই ক্ষেত্রে কী করবেন তিনি? অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “তখনকার কথা তখন ভাববো। এখন কিছু ভাবছি না।” ফলে আপাতত ভক্তদের অপেক্ষায় থাকতে হবে, আবার কবে একফ্রেমে দেখা যাবে টলিউডের এক সময়ের হিট জুটিকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page