জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জোয়ার ভাঁটা ধারাবাহিকে শ্রুতির দৌড় নিয়ে কটা’ক্ষ, ওজন নয়, যন্ত্র’ণার গল্প বলল শ্রুতির দৌড়, ট্রোলারদের মুখ বন্ধ করলেন অভিনেত্রী

ছোটপর্দার অন্যতম স্পষ্টভাষী ও সাহসী অভিনেত্রী শ্রুতি দাস বরাবরই ট্রোলারদের ভয় পান না। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটায় নিশা চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে। তবু এক শ্রেণির মানুষ তাঁকে বারবার পার্শ্ব চরিত্রের তকমা দিতে চেয়েছেন। সেই সব মন্তব্যকে পাত্তা না দিয়ে নিজের কাজেই মন দিয়েছেন শ্রুতি।

সম্প্রতি ধারাবাহিকের একটি ট্র্যাকে বুড়ির ছদ্মবেশে পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়ানোর দৃশ্যে দেখা যায় তাঁকে। সেই দৃশ্য ঘিরেই শুরু হয় কটাক্ষ। কেউ দৌড়ের ভঙ্গি নিয়ে হাসিঠাট্টা করেন, কেউ আবার বলেন ওজন বেড়ে যাওয়ার জন্যই ঠিকভাবে দৌড়াতে পারেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয় সেই দৃশ্য।

এই সব মন্তব্য নজর এড়ায়নি শ্রুতির। দীর্ঘদিন পরে প্রথমবার তিনি প্রকাশ্যে মুখ খুললেন। ফেসবুকে একটি আবেগঘন পোস্টে অভিনেত্রী জানান, ২০১৮ সালে কাটোয়ায় একটি বাইক দুর্ঘটনায় তাঁর বাঁ পায়ে গুরুতর চোট লাগে। সেই দুর্ঘটনার পর থেকেই সফট টিস্যু ইনজুরি ও হেমাটোমার সমস্যায় ভুগছেন তিনি।

শ্রুতি লেখেন, দীর্ঘ চিকিৎসা চললেও এই সমস্যা পুরোপুরি সেরে ওঠার নয়। এখনও নিয়মিত ফিজিওথেরাপি করতে হয়। বাঁ পায়ে ব্যালেন্সের অভাব এবং কোমরের হাড়ের সমস্যার কারণে অনেক দৃশ্য তাঁকে দাঁতে দাঁত চেপে করতে হয়। পা বেঁকে যাওয়া, শিরায় টান কিংবা ফুলে যাওয়া তাঁর কাছে নিত্যদিনের সঙ্গী।

সবশেষে অভিনেত্রী স্পষ্ট করে দেন, নিশাকে ভালোবাসেন বলেই দর্শক তাঁর সব কিছু নিখুঁত দেখতে চান, কিন্তু কিছু বিষয় তাঁর নিয়ন্ত্রণে নেই। এই পোস্টের পর অনুরাগীরা একজোট হয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। কেউ অনুপ্রেরণা দিয়েছেন, কেউ বলেছেন সুস্থ থাকাই আসল। শ্রুতির সাহসী স্বীকারোক্তি নতুন করে সম্মান কুড়িয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page