টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন দর্শকের কাছে সবসময়ই আলাদা আকর্ষণ তৈরি করে। তাঁদের পর্দার সাফল্যের সঙ্গে বাস্তব জীবনের প্রত্যেকটি অধ্যায় নিয়েও চলে আলোচনা। বিশেষত যাঁরা বহু বছর ধরে ধারাবাহিকে অভিনয় করেন, তাঁদের প্রতিটি পদক্ষেপ নিয়ে কৌতূহলের শেষ থাকে না। তিতাস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেই আগ্রহ কমেনি বরং বছর গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেড়েছে।
‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের ‘কাকলি’ চরিত্র তাঁকে একেবারে ঘরের মেয়ে করে দেয় দর্শকের কাছে। তারপর ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নজর কেড়েছেন তিনি। সুমন ঘোষের ছবি ‘কাদম্বরী’-তে জ্ঞানদানন্দিনীর ভূমিকায় তাঁর অভিনয় বিশেষ প্রশংসা পায়। টেলিভিশনে তাঁকে শেষ দেখা গিয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় ধারাবাহিক ‘কোরা পাখি’-তে।
তবে শুধুই অভিনয় নয়, ব্যক্তিগত জীবনেও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। ২০১৪ সালে তিতাস বিয়ে করেছিলেন অভিনেতা-পরিচালক সমদর্শী দত্তকে। কিন্তু কয়েক বছর পরেই সেই সম্পর্কে ফাটল ধরে, শেষমেশ ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাঁদের। সেই সময় নিজের মতো করে জীবনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেন অভিনেত্রী। কাজ, পরিবার থেকে একটুখানি বিরতি—সব মিলিয়ে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা চলছিল।
সময় এক জায়গায় থেমে থাকে না। সেই মতোই তিতাসের জীবনে আসে নতুন অধ্যায়। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। নতুন সংসারে বদলে যায় তাঁর দিনযাপন, তাল-লয়। পরিবারে যোগ দেয় নতুন সদস্যও—আজ তিনি এক ছেলের মা। ব্যস্ততার ফাঁকে নিজের ছোট সংসার আর ক্যারিয়ারকে সামলে এগিয়ে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ চার বছরের যাত্রা শেষ হতেই ভেঙে পড়লেন স্বস্তিকা! সেট ছাড়ার মুহূর্তে বাবাকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে ফেললেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা! কিভাবে নিজেকে সামলাচ্ছেন অভিনেত্রী?
এবারই প্রথম, এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিতাস খোলামেলা ভাবে বলেন তাঁর দ্বিতীয় বিয়ে এবং মানসিক লড়াইয়ের অভিজ্ঞতার কথা। অভিনেত্রীর কথায়— দীর্ঘদিনের চাপ, কষ্ট আর অনিশ্চয়তার পর তাঁর জীবনে শান্তির স্থান তৈরি করেছেন স্বামী স্নেহাশিস দাস। নতুন পরিবার, সন্তান আর নিজের দ্বিতীয় ইনিংস—সব মিলিয়ে এখন অনেকটাই স্থিরতায় ফিরেছেন তিতাস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অভিনেত্রী জানিয়েছেন ভালো চরিত্র পেলে অবশ্যই অভিনয় ফিরবেন তিনি কিন্তু বর্তমানে অভিনয় নিয়ে কোন পরিকল্পনা নেই বরং পরিবার নিয়েই ভালো আছেন তিনি।
