জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লোক দেখানো আদিখ্যেতা!’কাঞ্চন সোনার টুকরো!’ বরের প্রশংসায় পঞ্চমুখ কচি ব‌উ শ্রীময়ী

কাঞ্চন মল্লিক (Kanchan Mullik) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) এই দুটি নামের সঙ্গে সমালোচনা অথবা ট্রোল শব্দটি অতপ্রোতভাবে জড়িত। ইদানিংকালে বেশ দেখতে পাওয়া যাচ্ছে সদ্যোজাত কন্যা সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত এই তারকা দম্পতি। মেয়ের নাম কৃষভি। বিয়ের পর রাতারাতি প্রেগনেন্ট হয়ে যাওয়া এবং সন্তান জন্ম নেওয়া নিয়েও হতে হয়েছে সমাজের কাছে ট্রোলড।

কাঞ্চন-শ্রীময়ীর বিগত ১০ কিংবা ১২ বছর ধরে দীর্ঘমেয়াদী প্রেমের সম্পর্ক চলার পরে চলতি বছরের মার্চ মাস নাগাদ সাত পাকে বাঁধা পড়েন। বর্তমানে, এই জুটিকে দেখতে পাওয়া যাচ্ছে বাংলার বেশ পরিচিত সংবাদ মাধ্যমের আয়োজিত ‘বছরের বেস্ট’ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে। যথারীতি সেখানেও করতে হতে হয় কিছু প্রশ্নের সম্মুখীন। অবশ্য সেইসব প্রশ্নের সাবলীলভাবে উত্তর দিয়েছেন এই জুটি।

সাক্ষাৎকারে অভিনেত্রীকে ‘কাঞ্চন সোনার টুকরো বর নাকি খুব গড়বড় করে?’ এই প্রশ্ন জিজ্ঞাসা করায় বলেন, “না, একদম সোনার টুকরো বর” আবার এই প্রসঙ্গ ধরেই অভিনেতা কাঞ্চন একটু ঘুরিয়ে বলেন, “একটু গড়বড়কেই বরে পরিণত করেছে ও”। এরপর, সাক্ষাৎকারীর ম্যাচিওর প্রেমের ঝগড়া কেমন হয়? জিজ্ঞাসা করাতে এই প্রশ্নের উত্তরে ছক্কা হাঁকালেন দুজনেই। কাঞ্চন বললেন, “না না কোনো চ্যাটে কোনো কথা হয় না। হাত থাকতে মুখে কেনো? তেমনই মুখ থাকতে চ্যাট কেনো?” অর্থাৎ ঝগড়া করার হলে সরাসরি মুখে মুখেই ঝগড়া করেন এই জুটি।

স্বামী স্ত্রীর এই সাক্ষাৎকার দর্শকদের কাছে স্পষ্ট তো ধরা দিচ্ছে তাঁদের সম্পর্ক ঠিক কথাটা মজবুত। কথায় কথায় অভিনেত্রী শ্রীময়ী এও বলেন যে, কাঞ্চন ঝগড়া করে না বরং হাজারটা সরি বলে। মজার ছলে এবং খানিক অভিমানের সুরে অভিনেত্রী বলেন, কাঞ্চন যত আমার সময়তেই শাড়ির সাইজ, রুমালের সাইজ বুঝতে পারে না কিন্তু মেয়ের কিছু কেনার মাপ ঠিক বুঝতে পারে।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page