অবশেষে বাজলো ছুটির ঘন্টা। বিদায় নিচ্ছে জি বাংলার (Zee Bangla) অন্যতম সিরিয়াল ‘পুবের ময়না’। মূলত এই ধারাবাহিকটি এপার বাংলা ও ওপার বাংলার বিভিন্ন রুচির মানুষের সম্পর্কের গল্প। এই সিরিয়ালের মুখ্য ভূমিকা দেখতে পাওয়া যায় গৌরব রায়চৌধুরী (Gourab Roy Chowdhury) ও ঐশীনি দে-কে (Aishani De)। একটা বছর ঘুরতে না ঘুরতেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। প্রাথমিকভাবে, ময়নার চনমনে চরিত্র দর্শকদের মন কাড়লেও, বেশিদিন শুধুই সেই রসদ ধরে রাখতে পারেনি দর্শকদের।
একেবারেই দর্শকেরা আচমকা জানতে পেরেছে যে এই সিরিয়াল বন্ধের মুখে তা নয়। বরং কিছুদিন আগে থেকেই আভাস পেয়েছিল এই সিরিয়ালের অনুরাগীরা। টানা দীর্ঘ ছয় মাস ধরে কি সিরিয়াল চলার পরে টিআরপি দৌড়ের তালিকায় এই অর্থে কোনো উল্লেখযোগ্য স্থান দখল করতে পারেনি বলে আজ এই পরিণতি। প্রথম থেকে এই সিরিয়ালটি ছিল বিকেল সাড়ে ৫টার স্লটে।
সেই অর্থে ভালো টিআরপি ছিল না বলেই প্রথমে একটা সুযোগ পেয়ে সাড়ে ৫টার পরিবর্তে সাড়ে ৩টের স্লট পেয়েছিল এই ধারাবাহিক। চলতি মাসের আগামী ২৭ কিংবা ২৮ তারিখে শেষ শুটিং হবে ‘পুবের ময়না’র। কিন্তু, টিভির পর্দায় দেখতে পাওয়া যাবে আগামী বছরের জানুয়ারি মাস ইতি টানতে চলেছে এই অর্গানিক প্রোডাকশান হাউসের ধারাবাহিক।
আরও পড়ুন: লোক দেখানো আদিখ্যেতা! ‘কাঞ্চন সোনার টুকরো!’ বরের প্রশংসায় পঞ্চমুখ কচি বউ শ্রীময়ী
এই সিরিয়ালের অন্তিম পর্যায় এসে মন ভার ধারাবাহিকের কলাকুশলীসহ নির্মাতাদের। কিন্তু, একটা কথা মানতেই হবে যে কটা দিন এই সিরিয়ালটি দেখেছেন দর্শকেরা হাসি-মজায়-দুঃখে-ভালোবাসায় মাতিয়ে রাখার চেষ্টা করেছিল সিরিয়াল নির্মাতারা। কিন্তু, বর্তমানে সিরিয়াল প্রেমীদের মনে একটাই প্রশ্ন ‘পুবের ময়না’র পরিবর্তে কোন নতুন ধারাবাহিকের সূচনা হতে চলেছে? আদৌ কি হবে কোনো নতুন ধারাবাহিকের প্রারম্ভ?