স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় চরিত্র কথা এবং এ ভি, বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। ‘কথা’ সিরিয়ালের এই দুই পরিচিত চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায় সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacharjee) এবং সুস্মিতা দে-কে (Sushmita Dey)। বর্তমানে, সিরিয়াল প্রেমীদের কাছে এই জুটি বেশ চর্চিত। চর্চা করা হয় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে এমনকি সেই চর্চায় বাদ পড়ে না, তাঁদের পর্দার বাইরের সম্পর্কের রসায়নও। বলাই বাহুল্য, বাকি সকল জুটির থেকে আলাদা করে নজর কাড়ে এই পাওয়ার প্যাকড কাপল।
বিনোদন জগতে কান পাতলেই শুনতে পাওয়া যায় বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের প্রেমের গুঞ্জন। কেউ করছে প্রেম, আবার কেউ করছে বিয়ে। বলিউড থেকে টলিউড সব জায়গাতেই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে গসিপ। কিন্তু ঐ যে কথায় আছে, ‘যতটা রটে তার কিছুটা তো বটে’ অর্থাৎ সব খবরই যে ভুয়ো বা মিথ্যা হবে এর কোনো মানে নেই। এর মধ্যে থেকে কিছুটা হলেও সত্যিই ঘটতে দেখতে পাওয়া যায় বাস্তবের মাটিতে।
এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি মানেই ঝলমলে রঙিন দুনিয়া। আর এই এন্টারটেইনমেন্টের দুনিয়াতে সম্পর্ক ভাঙা-গড়া যেনো এক নিত্যনৈমিত্তি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তা বলে এমনটা নয় যে প্রতিটা সম্পর্কের মধ্যেই চির ধরে যাচ্ছে। এই সবকিছুর মধ্যে থেকে অন্যদিকে একটু চোখ সরালো দেখতে পাওয়া যাবে সাহেব ও সুস্মিতা অর্থাৎ সকলের প্রিয় এ ভি-কথা নাকি প্রেমের জোয়ারে ভাসছেন, তেমনই চলছে টলিউডের গুঞ্জন।
আরও পড়ুন: খারাপ খবর! অল্প সময়েই বিদায় নিচ্ছে ‘পুবের ময়না’, শেষ কবে দেখা যাবে টেলিভিশনের পর্দায়?
বেশ কিছুদিন আগে সিরিয়াল ‘কথা’ পার করল এক বছর। এই এক বছরের পূর্তিতে কেক কেটে হৈচৈ করে সেলিব্রেট করা হল এই দিনটি। এই দিন শুটিং-এর শেষে সকল কলাকুশলীরা তাদের মন মত পোশাক পড়ে খাওয়াদাওয়া-হাসি-ঠাট্টা-আনন্দে কাটালো এই দিনটি। এরই মাঝে দেখতে পাওয়া গেল সাহেব ওরফে এ ভি তাঁর নায়িকা অর্থাৎ সুস্মিতাকে কানের দুল পরিয়ে দিচ্ছেন, তাও আবার সকলের সামনে। ভাইরাল হওয়া এই ভিডিওর মাধ্যমে জানতে পারা গেল, কানের দুলের পুশও আজকাল সাহেবের পকেটে থাকে। এতেই বোঝা যাচ্ছে এই দুটি সম্পর্কের রসায়ন দিনে দিনে বাড়ছে। এইসব দেখে কথা সিরিয়ালের অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, তবে কি সত্যিই একে অপরের প্রেমে মগ্ন সাহেব -সুস্মিতা?