টলিউড হোক কিংবা বলিউড, বিনোদন জগতে প্রায়শই দেখতে পাওয়া যায় নতুন মুখ। কেউ কেউ হয়ে যায় কিছুদিনের মধ্যেই দর্শকদের অত্যন্ত কাছের, আবার কেউ হারিয়ে যায় তারকাদের ভিড়ের মধ্যে। সোশ্যাল মিডিয়াতে তেমনই একটা নাম উঠে এসেছে, যে কিনা বেশ কিছুদিনের মধ্যেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। মনে আছে, স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানী’ সিরিয়ালের কথা, যা একসময় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অর্কপ্রভ (Arkaprovo) এবং রানীর ভূমিকায় ছিল নবাগতা অভিকা মালাকার (Abhika Malakar)।
গত বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু পরবর্তীকালে, এক বছর পার হওয়ার আগেই বন্ধ হয়ে যায় সেই সিরিয়াল। এই সিরিয়াল বন্ধ হয়ে গেলেও মনে রয়ে যায় চরিত্রের মুখগুলি। ছোট পর্দায় এই জুটির রসায়নও ছিল মন কেড়ে নেবার মতন। মূলত, এক সন্তানের মা হয়েও সব কিছু সামলে নিজের ইচ্ছা পূরণ করার কাহিনী নিয়েই ছিল এই ধারাবাহিক।
বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ‘তোমাদের রানী’র রাণী অভিনেত্রী অভিকা সরকার হয়ে উঠেছেন ২০২৪-এর ‘মোস্ট পাওয়ারফুল অ্যাক্টর অফ দ্য ইয়ার’, তাও আবার হয়েছেন বাছাই করা ১০০ জন অভিনেত্রীর মধ্যে। এই খেতাব জেতার জন্য তাঁর অনুরাগীরা তাঁকে জানিয়েছেন বুকভরা ভালোবাসা। এই খবরটা পাওয়া মাত্রই টলিউড পাড়ায় অভিনেত্রীকে নিয়ে বেশ জোরদার আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে।
এই পুরো ব্যাপারটি অভিনেত্রীর পরিবারসহ টলিউড পাড়ার ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীদের কাছে বেশ গর্বের, বিশেষত ‘তোমাদের রাণী’ ধারাবাহিকের কলাকুশলীদের কাছে। এই ঘটনা দ্বারা একটা কথাই প্রমাণ হয়ে যে, নিজের অভিনয় দক্ষতাকে প্রমাণ করতে হলে অনেক কাজ না করলেও হবে, শুধু যেটুকু করবে সেইটুকু মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে করলে সমাজের কাছে স্বীকৃতি পাওয়া যায়।