জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কৌশিকীর সাহায্যে ধরা পড়ল মেহেন্দি-উৎসব! পাপের বিনাশ করে শুভারম্ভ স্বয়ম্ভু-জগদ্ধাত্রীর

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagatdhatri) সিরিয়ালে চলছে একেবারে টানটান উত্তেজনা। বলা যেতে পারে, একটা এপিসোডও মিস করলে চলবে না এই সিরিয়াল অনুরাগীদের। বিগত বেশ কিছুদিন ধরেই দেখতে পাওয়া যাচ্ছিল স্বয়ম্ভুর বেনারসে যাওয়া তাঁর বিয়ের অস্থি বিসর্জনের কারণে। এবং সেখানে গিয়েও নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় কৌশিকী ও স্বয়ম্ভু।

কিছুদিন আগেই দেখতে পাওয়া গেছে, স্বয়ম্ভু তাঁর স্ত্রীয়ের শোকে কাতর হয়ে কাঁদতে কাঁদতে তাঁর মনের কথা বাবাকে বলছেন। বর্তমান সময়ের এই ধারাবাহিকের প্রায় প্রতিটা এপিসোডেই থাকছে চমক। ইতিমধ্যেই, এই ধারাবাহিকের দর্শকেরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে জ্যস অর্থাৎ জগদ্ধাত্রী বেঁচে আছে। এই দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মেগার অনুরাগীরা।

এই মুহূর্তে ধারাবাহিক নির্মাতাদের থেকে সদ্য প্রকাশ পাওয়া একটি প্রোমোতে দেখতে পাওয়া যাচ্ছে, বেনারসের গঙ্গার পরে দাঁড়িয়ে রয়েছে কৌশিকী, স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী। কৌশিকীর হাত ধরে পুনরায় জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন স্বয়ম্ভু-জগদ্ধাত্রী। আবার, অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে, অবশেষে ঘটলো পাপের বিনাশ। পুলিশের হাতে ধরা পরল মেহেন্দি এবং উৎসব। প্রমোর শেষে দেখতে পাওয়া যাচ্ছে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে আগামী দিনের জীবনে অগ্রসর হচ্ছে।

এই প্রমো দেখে অনেক দর্শকই যেমন খুশি, তেমনি আবার কারোর মনে প্রশ্নের দানা বাঁধতে শুরু করে দিয়েছে। তবে কি এখানেই কি ঘটলো পাপের বিনাশ, নাকি আরও তীব্র হয়ে উঠল শত্রুদের মানসিকতা। তার জন্য অবশ্যই উদ্বেগ প্রবণ হয়ে রয়েছেন ‘জগদ্ধাত্রী’র দর্শকেরা।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page