জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একসঙ্গে পর্দায় দুই বেস্ট ফ্রেন্ড! রাহুলের পরিচালনায় এবার জুটিতে অঙ্কুশ-বিক্রম! নায়িকা কে?

বাংলা সিনেমা (cinema) জগতে রমকম ধারার ছবি ইদানিংকালে কিছুটা কমে গিয়েছে। বেশ অনেকদিন পর গত বছরের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে দেব-যীশুর ‘খাদান’। তথাকথিতভাবে, কমার্শিয়াল সিনেমা ‘খাদান’ সুপারহিট হয়ে বাংলার দর্শক এবং সিনে দুনিয়ার কলাকুশলীদের কাছে অন্যতম নিদর্শন সৃষ্টি করেছে। মূলত এই সিনেমা হিট হয়ে বাংলার প্রযোজক এবং পরিচালকদের মনের বল কিছুটা হলেও বাড়িয়েছে।

রাহুল মুখোপাধ্যায়, গত বছর টলিপাড়ায় এই পরিচালককে নিয়ে একটা সময় হইচই কান্ড শুরু হয়েছিল। কথা ছিল, অনির্বাণ এবং প্রসেনজিৎ চ্যাটার্জীকে নিয়ে সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। নানা কারণে ব্যাঘাত পাওয়ার জন্য ছবির শুটিংয়ে স্থগিত পড়ে যায়। কিন্তু, এখন শুনতে পাওয়া যাচ্ছে পরিচালক রাহুল আবারও শুরু করতে চলেছে নতুন ছবির শুটিং।

সূত্রে খবর জানতে পারা যাচ্ছে এই সিনেমার মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে বিক্রম এবং অঙ্কুশ হাজরাকে। টলিপাড়ার এই দুই পরিচিত মুখকে নিয়ে রোমান্টিক ঘরানার সিনেমা তৈরী করতে চায় পরিচালক। এতদিন এই দুই অভিনেতা কেবল বন্ধু থাকলেও এবার একে অপরের সহকর্মী হতে চলেছে।

শোনা যাচ্ছে, গল্পে থাকবে ত্রিকোণ প্রেমের দৃশ্য। এই মুহূর্তে প্রাথমিক স্তরে রয়েছে ছবির কাজ। কিন্তু, কে নায়িকা নাম এখনও পর্যন্ত শোনা না গেলেও টলিপাড়ার অন্দরের খবর এই ছবিতে দেখা যেতে পারে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এমন কি এখনো পর্যন্ত এই সিনেমার নাম ঠিক করা হয়নি। সবকিছু ঠিক থাকলেই চলতি বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হতে পারে।

Tolly Tales

                 

You cannot copy content of this page