বিনোদন জগতে কেবল সিরিয়ালই একমাত্র জিনিস নয় যা দর্শকদের মনোরঞ্জন করে, এমন অনেক রিয়ালিটি শো রয়েছে, যা দর্শকদের রোজকার জীবনের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েক সপ্তাহ হল শেষ হয়েছে সারেগামাপা আর এরই সঙ্গে শুরু হয়েছে নাচে রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)।
আর এই ডিবিডি মানেই মহাগুরু। সিনেমা জগতের অভিনেতার মিঠুন চক্রবর্তীকে একেবারে অন্য রূপে দেখতে পাওয়া যায় এই শোতে। এই শোয়ের প্রায় রোজই দেখা যাচ্ছে নতুন মুখ। বর্তমানে এইসব প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এখনও চলছে অডিশন পর্ব।

আর এই নাচের অডিশনেই প্রতিযোগী হিসেবে আসে এক মহিলা কনস্টেবল। প্রতিযোগী নিজের নাচের জাদু দেখিয়ে বিচারক সহ মহাগুরুকে রীতিমতো অবাক করে দেয়। এদিকে, নাচ শেষ হওয়া মাত্রই প্রতিযোগীকে সম্মুখীন করতে হয় শুভশ্রীর প্রশ্ন।
অভিনেত্রীতথা বিচারক শুভশ্রী প্রতিযোগী অর্থাৎ সায়ন্তিকে জিজ্ঞাসা করে, ব্যক্তিগত জীবনে তিনি কি করেন? এর জবাবে সায়ন্তি বলেন, “আমি লেডি কনস্টেবল, হেয়ার স্ট্রিট থানায় পোস্টেড। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে আছি”। এই শুনে শুভশ্রী তাকে বলেন, “যদি নির্বাচিত হও তাহলে তোমার পুলিশের চাকরির কী হবে?” এই শুনে সায়ন্তি ফের জানান, আমি এটা বলে রাখতে চাই আমার ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ সহ আমি যে থানায় রয়েছি আমার অ্যাডিশনাল ওসি ম্যাডাম, ওসি ম্যাডাম, এবং বাকি সমস্ত অফিসার্সরা প্রত্যেকে ভীষণ ভীষণ সপোর্টিভ এসব কালচারাল বিষয়ে”।
আরও পড়ুনঃ TRP তালিকায় দাপট ‘পরিণীতা’র! ‘পরশুরাম’-‘কথা’ সেরা পাঁচে, তবে ‘জগদ্ধাত্রী’ কি হারাচ্ছে পুরনো জায়গা?
প্রতিযোগী আরো বলেন, “যেহেতু আমরা ফোর্সের ডিউটি করি সেহেতু এটা একটা প্রটোকলের মধ্যে পড়ে, আপনারা সবাই জানেন দুর্গাপুজোয় প্রত্যেকে আনন্দ করে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমরা নয়, গোটা পুলিশ ফোর্স, আর্ম ফোর্স সবাই। আমার গত বছরের পুজোর ছুটি জমিয়ে রাখা ছিল, আমরা পরবর্তীতে একটু ছুটি পাই সেটা নিয়ে এখানে আসা হয়েছে। ডিপার্টমেন্টের অনুমতি নিয়েই এসেছি”। প্রতিযোগীর এই উত্তরে অবাক হয় দর্শকসহ সকল বিচারকেরা।