জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘স্পেস সাইন্স নিয়ে পড়েছি!’ মুখ্যমন্ত্রী এমনতর মন্তব্য করতেই তাকে সুনীতা বন্দ্যোপাধ্যায় বলে কটাক্ষ ঋত্বিকের!

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম মেধাবী অভিনেতা ‘ঋত্বিক চক্রবর্তী’ (Ritwick Chakraborty)। টলিউডের মূলধারার ছবির গণ্ডির বাইরে গিয়ে একের পর এক ভিন্নধারার ছবিতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সংলাপ বলার ভঙ্গি, অভিব্যক্তির সূক্ষ্মতা এবং চরিত্রের গভীরতা তাঁকে সমসাময়িক অভিনেতাদের থেকে আলাদা করে তোলে। ঋত্বিকের কেরিয়ারের উত্থান মূলত বিকল্প ধারার সিনেমার হাত ধরে হলেও, তিনি বাণিজ্যিক ছবিতেও নিজের জায়গা শক্ত করেছেন।

শুধু সিনেমা নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব থাকেন ঋত্বিক। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ইস্যুতে তাঁর স্পষ্ট বক্তব্য প্রায়শই আলোচনার কেন্দ্রে চলে আসে। বিতর্ক থেকে দূরে থাকার বদলে তিনি বরং নিজের মতামত প্রকাশ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। সম্প্রতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের’ (Mamata Banerjee) এক মন্তব্য নিয়ে তাঁর রসিকতা ফের আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ৯ মাস পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুশ উইলমোর।

image 66

এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনীতাকে ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি জানান যে এখন মহাকাশবিজ্ঞান নিয়েও তিনি পড়াশোনা করছেন। তবে তাঁর বক্তব্যের কিছু অংশ বিতর্ক তৈরি করেছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, বিজেপি নেতা শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারী দাবি করেছেন, তিনি মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের পরিবর্তে ‘সুনীতা চাওলা’ বলে ফেলেছেন, যা আসলে প্রয়াত মহাকাশচারী কল্পনা চাওলার সঙ্গে বিভ্রান্তি তৈরি করেছে।

এই প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়ায় এক ব্যঙ্গাত্মক পোস্ট করেন। তিনি লেখেন, “লোকটা বলল ফেসবুকে দেখলাম সুনীতা বন্দ্যোপাধ্যায় স্পিভাক মোটেই অক্সফোর্ড যাচ্ছেন না, উনি বিয়ার কোম্পানির ডাকে স্পেসে গেছিলেন, এখন এলনের রকেট চেপে ফিরে আসলেন।” পাশাপাশি তিনি আরও লেখেন, “ফিরে আসার রকেট তো তাই নাম রেখেছে ফিরেএসোচাকা-এক্স।” তার এই পোস্ট নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর মন্তব্য, ঋত্বিকের বিদ্রূপ এবং বিজেপির পাল্টা প্রতিক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অতিরঞ্জিত করা হচ্ছে, আবার অনেকেই মনে করছেন, ঋত্বিক যথার্থ বিদ্রুপ করেছেন। তবে এই বিতর্কের মধ্যে মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার বিষয়টি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা যেন চাপা না পড়ে যায়।

Piya Chanda