জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বছরের শেষেই ফের পর্দায় হাজির হবেন দেব-মিঠুনের সুপার হিট জুটি! প্রজাপতি ২’ নিয়ে ধোঁয়াশার মেঘ! ইধিকা পাল কি সরে দাঁড়ালেন ছবির থেকে? তাঁর পরিবর্তে আসছে কোন জনপ্রিয় অভিনেত্রী?

বছরের শুরুতেই অতনু রায়চৌধুরীর প্রযোজনায় ‘প্রজাপতি ২’ (Prajapati 2) ছবির ঘোষণা ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। সরস্বতী পুজোর দিন সকালেই টলিউডের এই নতুন ছবির কথা প্রকাশ্যে আসে। ঘোষণা অনুযায়ী জুন মাস থেকেই শুরু হওয়ার কথা ছিল শুটিং। জানা গিয়েছিল, দেবের (Dev) বিপরীতে ফের দেখা যাবে ‘ইধিকা পাল’ (Idhika Paul) কে। তবে শুটিং শুরুর ঠিক আগেই তৈরি হয়েছে জল্পনার মেঘ।

টলিপাড়ার অন্দরে গুঞ্জন, ‘প্রজাপতি ২’ থেকে নাকি নিজেই সরে এসেছেন ইধিকা। সূত্রের দাবি, নিজের চরিত্রে সন্তুষ্ট ছিলেন না তিনি। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা নিজে। একদম চুপ করে রয়েছেন ইধিকা, আর সেই নীরবতাই যেন আরও প্রশ্ন তুলে দিচ্ছে। অনেকে বলছেন, চরিত্র বদল নয় বরং সময়ের অভাবও এই সিদ্ধান্তের পিছনে থাকতে পারে। ইধিকার কেরিয়ার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী।

‘খাদান’ ছবির ‘কিশোরী’ গান ইতিমধ্যেই সুপারহিট হয়েছে। শাকিব খানের সঙ্গে তাঁর ‘প্রিয়তমা’ ছবি বাংলাদেশে বক্স অফিসে সফল হওয়ার পর থেকে টলিউডেও একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। সদ্য প্রকাশিত ‘বরবাদ’ ছবির ঝলকেও প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। এই অবস্থায় হয়তো ইধিকা নতুন কোনও কনট্রোভার্সিতে জড়াতে চাইছেন না, সেই কারণেই নিরুত্তর।

এদিকে ‘প্রজাপতি ২’-এর ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। জুন মাসে লন্ডনে মিঠুন চক্রবর্তী ও দেবকে নিয়ে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও এখনও কিছু নির্দিষ্ট খবর মেলেনি। ছবির মুক্তি হতে কথা বছরের শেষে, তবে সেই লক্ষ্য আদৌ পূরণ হবে কি না, তা নিয়েও আশঙ্কা বাড়ছে। ছবির নায়িকা পরিবর্তনের খবর যদি সত্যি হয়, তবে কোন নতুন মুখ নিয়ে কি শুরু হবে গল্পের শুটিং?

প্রসঙ্গত এই মুহূর্তে দেব ব্যস্ত রয়েছেন ‘ধূমকেতু’র প্রচারে এবং ‘রঘু ডাকাত’-এর শুটিংয়ে। ফলে তার শিডিউলও যথেষ্ট টাইট। অন্যদিকে, ইধিকার পেশাদার মনোভাব যেন আরো বেশি করে ভাবিয়ে তুলছে সকলকে, সেই ক্ষেত্রে ‘সৌরসেনী মৈত্র’র নাম সামনে উঠে আসছে। ‘প্রজাপতি ২’ ঘিরে তাই তৈরি হয়েছে অনেক প্রশ্ন, যার উত্তর সময়ই দেবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page