জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছবিতে সদ্য উঠেছে গোঁফ দাড়ি! টলিউডের নায়ককে চিনতে পারছেন?

একেবারে ছিপছিপে চেহারা, হালকা গোঁফ দাড়ি এবং পেতে আঁচড়ানো চুল। শান্ত অপলক দৃষ্টিতে চেয়ে থাকা এই ছেলেটি কে? ১৬ ১৭ বছর বয়সী এই ছেলে এখন টলিউডের অন্যতম বিখ্যাত নায়ক। কি এবার চেনা যাচ্ছে?

সাদাকালো ছবিতে নিজেকে ধরা দিয়েছেন বিখ্যাত টলি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। টলিউডে বরাবর নিজের অভিনয়ের একটি ধারা বজায় রেখেছেন এই নায়ক। আসলে ছোট পর্দা নয় বড়পর্দাতেও কাজ করে চলেছেন তিনি। কাজ করেছেন প্রচুর মেগাসিরিয়ালে।

সোনার হরিণ, মোহর শ্রীকৃষ্ণ, করুণাময়ী রানী রাসমণি এমন অনেক বিখ্যাত ধারাবাহিকে দেখা গিয়েছে এই নায়ককে। এই ছবিটি তিনি যখন ক্লাস ইলেভেনে পড়েন সেই সময়কার।

বড় পর্দায়ও নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন ভাস্বর। দ্যা লেজেন্ড অফ ভগৎ সিং, বালিগঞ্জ কোর্ট, রাজমহল, আলো , সকাল-সন্ধ্যা এমন অনেক বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক ‘গৌরী এলো’তে অভিনয় করছেন। এছাড়াও একটি কাশ্মীরি মিউজিক ভিডিও শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page