জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“বনির ব্যাটারির চার্জ শুধু বাড়ির মধ্যে! ও বাড়িতে সিংহ!” বাংলার লিডিং হিরো বিয়ে করেছেন না কেন? মুখ খুললেন কৌশানি

টলিউডের বহুচর্চিত প্রেমিক-প্রেমিকা ‘বনি সেনগুপ্ত’ (Bonny Sengupta)‘কৌশানি মুখোপাধ্যায়’ (Koushani Mukherjee)। বছরের পর বছর ধরে প্রেম করছেন, অথচ বিয়ের নামগন্ধ নেই! একদিকে টলিউডের অন্য লাভ বার্ডসরা (love birds) একের পর এক সাতপাকে বাঁধা পড়ছেন, আর এদিকে বনি-কৌশানির বিয়ে নিয়ে জল্পনা শুধু বাড়ছে। সম্প্রতি তাঁদের নতুন ছবি ‘হাঙ্গামা.কম’ (Hangama.com) -এর প্রচারে এসে এই নিয়ে মুখ খুললেন দুজনেই। নেটিজেনদের কথায়, “এদের প্রেমটাও কি পুরনো সিরিয়ালের মতো টানতে টানতে বোরিং হয়ে গেছে?”

তবে তাঁদের বক্তব্য শুনে সমালোচনা আরও বেড়েছে! সাক্ষাৎকার চলাকালীন এক সাংবাদিক প্রশ্ন করেন, ছবির গল্পের মতোই কি বাস্তবেও বনিকে কোনও স্বাধীনতা দেন না কৌশানি? উত্তরে নায়িকা ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলেন, “অনেক ক্ষেত্রেই স্বাধীনতা দিই, কিন্তু ক্যামেরার সামনে বনি এতটাই ভেজা বেড়াল হয়ে থাকে যে ওর আসল সিংহ রূপটা শুধু আমিই জানি!” এই কথায় বনি লজ্জায় পড়লেও, মুহূর্তেই যোগ করেন, “আমি সবসময়ই শান্ত স্বভাবের, তাই কৌশানির এটা ভুল ধারণা।”

image 70

এই কথা শুনে নেটিজেনদের প্রতিক্রিয়া—”তাহলে কি বনির ব্যাটারির চার্জ শুধু বাড়ির মধ্যে?” কেউ বলছেন, “কৌশানির বাড়িতেই কি বনির ডেন?” কিন্তু আসল বিস্ফোরণ তখনই হয়, যখন তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন ওঠে। বনি বলেন, “এত তাড়া কীসের? সময় হলে হবে।” আর এই এক কথাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র ট্রোল। কেউ সরাসরি লিখছেন, “নীল-তৃণার মতো আগে থেকে চুক্তিপত্র তৈরি হয়নি বোধহয়, তাই ঝামেলা হচ্ছে!”

কেউ আবার কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন, “প্রেমটা কি এখন স্পনসর্ড কন্টেন্ট? রিনিউ না করলে শেষ?” আরও একধাপ এগিয়ে কেউ বলছেন, “লিভ-ইনে থেকেও বিয়ের ইচ্ছে হয়নি? নাকি একে অপরের স্বভাব এতদিনে ধরে ফেলেছেন?” কেউ আবার পুরনো ছবি খুঁড়ে এনে লিখছেন, “সেলিব্রিটিদের প্রেম মানেই ১০ বছরের পাবলিসিটি স্টান্ট!” এত কটাক্ষের মাঝেও অবশ্য নিজেদের মতো রয়েছেন বনি-কৌশানি।

কৌশানি বলেন, “আমাদের জীবনে কে কী বলল, তাতে কিছু যায় আসে না!” বনি যোগ করেন, “ট্রোল হবে, কটাক্ষ হবে, আমরা তো আর এসব শুনে সিদ্ধান্ত নেব না!” কিন্তু সত্যিই কি প্রেম এত লম্বা টেনে নিয়ে যাওয়ার মতো জিনিস? নেটিজেনদের কথায়, “এখনও বিয়ে হচ্ছে না মানে, হয় দুইজনেই কনফিউজড, নয়তো ব্যাপারটা রিহার্সালের মতো চলছে!” যা-ই হোক, সমালোচনা যে বন্ধ হবে না, সেটা একেবারে পরিষ্কার!

Piya Chanda